‘হোম অ্যাডভান্টেজ’ শব্দটা শেষ কয়েকদিনে বাংলাদেশে সবচেয়ে বꩵেশি উচ্চারিত শব্দের তালিকায় শীর্ষেই থাকবে। দ্বিতীয় মেয়াদের প্রথম সংবাদ সম্মেলনে তো হোম অ্যাডভান্টেজের কথা শুনে ক্ষেপেই গিয়েছেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে। পাল্টা প্রশ্ন করেছিলেন, ইংল্যান্ড- অস্ট্রেলিয়া নিজেদের দেশে কি করে!
তবে বাংলাদেশের হোম অ্যাডভান্টাজ ব্যবহারকে অবশ্য ফেয়ার এনাফ বলছেন ইংলিশ অধিনায়ক জস বাটলারও। নিশ্চিতভাবেই বাংলাদে⛎শ হোম কন্ডিশনের সুবিধা নিতে চাইবে 🐼বলে মনে করেন তিনি।
এরপর জানতে চাওয়া হয় মিরপুরে কেমন উইকেট আশা করছেন, উত্তরে মুখে হাসি রে💖খে স্লো এবং লো উইকেটের কথা বলেন তিনি।
“প্রত্যা🤡শা তো করছি স্লো এবং লো উইকেট। এমন কন্ডিশন যেটা আমাদের জন্য কঠিন” যোগ করেন ইংলিশ কাপ্তান।
আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ খেলতে ইংলিশ ক্রিকেট দল এখন ঢাকায়। পহেলা মার্চ মিরপুরে শুরু হবে দুই দলের প্রথম ম্যাচ। ঢাকায় দুই ম্যাচের উইকেট ধীর গতির হবে, বল ঘুরবে তা মাথায় 🦋নিয়েই এসেছেন বাটলার, মঈন আলীরা।
এই ধরণের কন্ডিশনে খেলার সুবিধাও দেখছেন বাটলার। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের প👍াশ্ববর্তী দেশ ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এই সিরিজকে বাংলাদেশের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করার বড় সুযোগ হিসেবে দেখছেন বাটলার। তবে ঘরের মাঠে বাংলাদেশকে হারানো চ্যালেঞ্জিং বলেও মানছেন তিনি।
বাটলার বলেন, “নিশ্চিতভাবেই বাংলাদেশ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। ঘরের মাঠে তাদের হারানো কঠিন। যেটা বললেন, তারা কিছুদিন আগেই ভারতকে হারিয়েছে। এই মুহূর্তে এরকম চ্যালেঞ্জের প্রত্যাশায় আমরা আছি। কারণ বিশ্বকাপের খুব বেশি দিনের বাকি নেই। প্রায় একই ধরণের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করার বড় সুযোগ। আমরা দলগতভাবে কোন অবস্থায় আছি সেটা জানা হꦐয়ে যাবে।”