• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইপিএল

হল্যান্ডের হ্যাটট্রিকে সহজ জয় সিটির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ১২:৫৯ এএম
হল্যান্ডের হ্যাটট্রিকে সহজ জয় সিটির

একেবারে আধিপাত্য দেখিয়ে, প্রতিপক্ষকে চূড়মাড় করে জয় যাকে বলে, সেটাই যেন দেখালো ম্যানচেস্টার সিটি। আরꦗলিং হল্যান্ডের দুর্দান্ত হ্যাট্রটিকে  উ🍸লভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা।

রোববার (২২ জানুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে শুরু থেকে বল দখলে একচ💙েটিয়া আধিপত্য দেখিয়েছে সিটি। ম্যাচের অষ্টাদশ মিনিটে প্রায় গোলও পেয়ে গিয়েছিল। তবে হল্যান্ডের শট প্রতিহত তাদের হতাশ করেন উলভারহ্যাম্পটন  গোলরক্ষক জোজে সা।

বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে প্রথম গোলের দেখা পায় সিটি। ডি ব্রুইনার ক্রসে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন হল্যান্ড। এর অল্প সময়ে🍸র মধ্যে ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিল সিটি। তবে সিটিজেন ফুটবলার গ্রিলিশের শট প্রতিপক্ষ  গোলরক্ষককে পরাস্ত করলেও গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার নাথান কলিন্স।

ম্যাচের ৫০তম মিনিটে দ্বিতীয় গোলের দেখাౠ পায় সিটি।  ইলক🌳াই গিনদোয়ানকে ডি-বক্সে রুবেন নেভেস ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন হল্যান্ড।

হল্যান্ডের হ্যাটট্রিক গোল যেন উলভারহ্✅যাম্পটনের গোলরক্ষকের উপহার।  তীর্থের ব্যাকপাস পেয়ে নিজের খেলোয়াড়কে দিতে গিয়ে বল দিয়েন সিটি ফুটবলার রিয়াদ মাহরেজকে। সেখান থেকে পাস পেয়ে সহজেই লক্ষ্যভেদ করে হ্যা🐓টট্রিক পূর্ণ করেন হল্যান্ড।

ম্যাচের বাকি সময়ে একাধিক চেষ্টা করেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি সিটি। অন্যদিকে সুযোগের অপেক্ষায় থাকা উলভারহ্যাম্পটনও পারেনি গোলের ব্যবধান কম𒀰াতে।

২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে টꦕেবিলের দুই নম্বরে ম্যানসিটি। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আ𓆉র্সেনাল।

Link copied!