লঙ্কান প্রিমিয়ার লিগে দারুণ পারফরমে🤪ন্স করে সবার নজর কড়েছেন𝕴 তাওহীদ হৃদয়। জাফনা কিংসের হয়ে চোখ ধাঁধানো পারফরমেন্স করে ফিরে এসেছেন দেশে। আর তার পারফর্মেন্সে মুগ্ধ হয়ে দলটি আবারও তাকে চাচ্ছে। তবে জাফনা যদি ফাইনাল নিশ্চিত করে, তাহলে আবারও এই ব্যাটসম্যান যাবেন শ্রীলঙ্কায় এমনটাই শোনা যাচ্ছে।
এলপিএলের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন তাওহীদ হৃদয়। যতগুলো ম্যাচে ব্🍰যাট হাতে মাঠে নেমেছেন, বোলারদের উপর ছড়ি গুড়িয়েছেন তিনি। জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন হৃদয়। যেখান𝓀ে তার রান ১৫৫।
শোয়েব মালিকের ‘রিপ্লেসমেন্ট’ হিসেবে খেলতে গেলেও পরে দুর্দান্ত পারফরম্যান্স করেন হৃদয়। তখনই তাকে রেখে দিতে চেয়েছিল দলটি। ৮ আগস্ট অবধি অনাপত্তিপত্র নেওয়া ছিল তার, সেটি শেষ হওয়ায় দেশে ফিরেছিলꦛেন তিনি।
এদিকে হৃদয়ের দল জাফনা প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। ফাইনাল খেলতে জাফনাকে পেরোতে হবে আর দুইটি ম্যাচে💝র বাঁধা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) এলিমিনেটরে তারা মুখোমুখি হবে বি লাভ ক্যান্ডির।