• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৬ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘পেসার ছাড়া ভারতকে মোকাবিলায় প্রস্তুত ইংল্যান্ড’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৪, ০৩:১১ পিএম
‘পেসার ছাড়া ভারতকে মোকাবিলায় প্রস্তুত ইংল্যান্ড’
ইংল্যান্ড দলের কিউই কোচ ব্রেন্ডান ম্যাককালাম। ছবি: সংগৃহীত

চলমান টেস্টে সিরিজের প্রথমটিতে জিতে ইংল্যান্ড দল নিজেদেরকে অকুতোভয় ভাবছে। ভারতের বিপক্ষে কোনো পেসার ছাড়াই নামতেও ‘ভয়’ পাবে না ইংল্যান্ড, এমনটাই বলেছেন দলের ক্রিকেট কোচ ব্রেন্ডান ম্যাককালা🐟ম। ভিসা জটিলতায় দেরিতে ভারতে পৌঁছানো শোয়েব বশিরকে বিশাখাপত্তনমে সামনের টেস্টে অভিষেক করানো হতে পারেও বলে জানিয়েছেন তিনি। 

হায়দরাবাদে স্মরণীয় জয় পাওয়া প্রথম টেস্টে ইংল্যান্ড দলে বিশেষজ্ঞ পেসার হিসেবেܫ ছিলেন শুধু মার্ক উড। তবে দুই ইনিংসেই উইকেটশূন্য ছিলেন এ ফাস্ট বোলার, তেমন কোনো প্রভাবও রাখতে পারেননি। সেখানে ‘পার্ট টাইম’ স্পিনার হিসেবে বিবেচিত জো রুটই ম্যাচে নেন ৫টি উইকেট, দ্বিতীয় ইনিংসে তো তাকে দিয়ে বোলিং ওপেনও করান অধিনায়ক বেন স্টোকস।

রুটের বাইরে ইংল্যান্ড দলে স্বীকৃত স্পিনার হিসেবে ছিলেন জ্যাক লিচ, টম হার্টলি ও রেহান আহমেদ। অভিষিক্ত হার্টলি দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়ে হয়ে গেছেন জয়ের অন্যতম নায়ক। তবে লিচ ভুগছেন হাঁটুর চোটে। এ কারণে হায়দরাবাদ⛄ে সেভাবে লম্বা স্পেল করতে দেখা যায়নি তাকে।

কিন্তু লিচ যদি ফি꧙ট হয়ে ওঠেন আর বিশাখাপত্তনমের পিচও শুষ্ক হয়, তাহলে সেখানেই ইংল্যান্ড খেলাতে পারে চারজন বিশেষায়িত স্পিনার। স্বাভাবিকভাবেই চতুর্থ স্পিনার হিসেবে ভাবা হচ্ছে বশিরকে। ইংল্যান্ড কোচ বলেন, ‘টম হার্টলির মতো তারও এমন কিছু স্কিল আছে, যেগুলো এমন কন্ডিশনে আমাদের সহায়তা করতে পারে বলে ভেবেছি আমরা।’

সফরে ইংল্যান্ড দলে উড ছাড়াও পেসার আছেন জেমস অ্যান্ডারসন, অ্যাটকিনসন ও রবিনসন। আগামী ৪ টেস্টে দেখা যেতে পারে তাদের। তবে টেস্টে পেসার ছাড়াই নামার সম্ভাবনাও নাকচ করেননি ম্যাককালাম। তিনি বলেছেন, ‘প্রথম টেস্টে যেমন দেখেছি, সিরিজের সামনের উইকেটগুলোতেও যদি তেমনই স্পিন হতে থাকে, তাহলে আমরা সব স্পিনার খেলাতেও বা এমন একটা ভারসাম্য আনতেও ভয় পাব না।’
 

Link copied!