• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইংল্যান্ড ইউরো কাপ জিতলে হারানো গাড়ি ফিরে পাবে এক সমর্থক!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৬:৪৮ পিএম
ইংল্যান্ড ইউরো কাপ জিতলে হারানো গাড়ি ফিরে পাবে এক সমর্থক!
হ্যারি কেন এখন ইংল্যান্ড দল ও সমর্থকদের প্রধান ভরসা। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের সমর্থক তিনি। প্রিয় ক্লাবের হয়ে বাজি লড়ে গাড়ি হারিয়েছিলেন। সেই গাড়ি ফিরে পেতে এক সমর্থক চাইছেন, ইংল্যান্ড যেন ইউরো কাপ জেতে। তা হলেই নিজের গাড়ি ফেরত পাবেন। ১৪ জুলাই ইউরোর ফাইনালের দিন হ্যারি কেনদের হাতে ট্রফি দেখতে চাইছেন ওই সমর্𝓀থক।

২৬ বছরের ব্রিট থাকেন ল্যাঙ্কাশায়ারে। ছোটবেলা থেকেই তিনি টটেনহ্যামের সমর্থক। তার গোটা পরিবারও সেই ক্লাবকে সমর্থন করে। প্রিয় ক্লাব একটিও প্রিমিয়ার লিগ জেতেনি। তবু ব্রিটের সমর্থনে কোনও কমতি নেই। গত মৌসুমে একজনের সঙ্গে তিনি বাজি ধরেছিলেন যে, টটেনহ্যাম ইপিএলে প্রথম চারে শেষ করতে না পারলে ওই গাড়ি দিয়ে দেবেন। টটেনহ্যাম পাঁচে শেষ করায় গাড়ি হারাতে হꦓয়েছে। এ বার ব্রিট ফের বাজি লড়েছেন। ইংল্যান্ড চলতি ইউরোপীয় কাপ জিতলে গাড়ি ফিরে পাবেন তিনি।

ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমে ব্রিট বলেছেন, ‘একজনের সঙ্গে বাজি লড়েছি নিজের গাড়ি ফিরে পেতে। প্রিমিয়ার লিগ চলার সময় বাজি হেরেছিলাম। এখন আমার ভরসা হ্যারি কেন, জুড বেলিংহ্যামেরাই।’  ব্রিটের সে🗹ই গাড়ির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৯ লাখ টাকা।

টটেনহ্যামে দীর্ঘ দিন খেলেছেন হ্যারি কেন। এখন তিনি বায়ার্ন✱ মিউনিখে খেললেও হ্যারির প্রতি সমর্থন আগের মতোই রয়েছে ব্রিটের। তাই গাড়ি ফিরে পেতে ভরসা করছেন প্রিয় খেলোয়াড়ের✨ উপরই।

উল্লেখ্য, শনিবার রাতে সুইজার♛ল্যান্ডের বিপক্ষে ইউরো🍒পীয় কাপের শেষআটের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড। 

 

Link copied!