• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এক ওভারে ৬ উইকেট!


ফারজানা ববি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৩:১৪ পিএম
এক ওভারে ৬ উইকেট!
ছবি সংগৃহীত

ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, ঠিক তেমনি উত্তেজনায় ঠাসা। প্রতি বলে বলে অনিশ্চিত ফলাফল🔯 অপেক্ষা করে। টি-২০ ফরম্যাট এক্ষেত্রে আরও একধাপ এগিয়ে। এখানে প্রতি বলে বলে চার, ছয় হওয়🔴াটাই যেন স্বাভাবিক। তাই বলে ওভারের ছয় বলে ৬ উইকেট?

এবার তেমনই একটি ঘটনা ঘটেছে নেপালের ক🧜্লাব ক্রিকেটে। 🐟গত ১১ এপ্রিল নেপালের ক্লাব ক্রিকেটে টি-টোয়েন্টি ম্যাচে দেখা যায় এমন অবাক করা ঘটনা।

নেপাল প্রো ক্লাব💫 চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল স্পোর্টস দিল্লি ও মালয়েশিয়া ক্লাব একাদশ। মালয়েশিয়া দলের তারকা বোলার বিরানদিপ সিং ম্যাচের ২০তম ওভারে এই দারুণ ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেন।

দিল্লি বেশ ভালোই খেলছিল। ১৯ ওভারে মাত্র ৩ উইকেট হা𝓀রিয়ে তাদের রান ছিল ১৩০। বিরানদিপ বোলিংয়ে আসেন। প্রথম বল ওয়াইড দেন তিনি। দ্বি🦂তীয় বলে ব্যাটার ক্যাচ তুলে দেন। এরপরের বলে রানআউট। তৃতীয় বলে সরাসরি স্টাম্পে আঘাত করেন বিরানদিপ। চতুর্থ বলে বোল্ড আউট হন ব্যাটার। পঞ্চম বলে নিজেই ক্যাচ তুলে নেন। পরের বলেও প্রতিপক্ষ ব্যাটারকে আউট করে ডাবল হ্যাটট্রিক পূর্ণ করেন বিরানদিপ।

স্বাচ্ছন্দ্যেই ম্যাচটি জিতে নেয় মালয়েশিয়া ক্লাব একাদশ। দিল্লির নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রানের বিপরীতে মাত্র ১৭.৩ ওভারে মালয়েশিয়া ক্লাব একাদশ ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে ﷺপৌঁছে যায়।

Link copied!