• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বকাপ দল ঘোষনায় কেন প্রবাসীরা, জানালেন বাশার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০২:৪৬ পিএম
বিশ্বকাপ দল ঘোষনায় কেন প্রবাসীরা, জানালেন বাশার
হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত

স্বাভাবিক নিয়মে ঘোষণা করা হয়নি বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দল। মঙ্গলবার সংবাদ সম্মেলন কক্ষে বড় পর্দায় দেখানো হলো এক൲টি ভিডিও। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিꦬরা ঘোষণা করেন একেকটি নাম। 

ছেলে অথবা মেয়েদের বিশ্বকাপ স্কোয়াড সাধারণত সংবাদ সম্মেলনে ঘোষণা করেন নির্বাচকরা। কিন্তু এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেল ব্যতিক্রম। কেন প্রবাসীদের দিয়ে ঘোষণা করা হলো বিশ্বকাপ স্কোয়াড? এর উত্তর দিয়েছেন বিসিবির উইমেন্স উইংয়ের প্রধান হ🅷াবিবুল বাশার সুমন। 

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন, ‘আমাদের বিশ্বকাপ এবার খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেটে কিন্তু খুব বড় একটা শক্তি ফ্যানরা। আমরা দেখেছি শুধু দেশের মানুষ যারা, তারা তো এখানে🔜 থেকে ফলো করেন। কিন্তু আমরা যখন প্রবাসে যাই, প্রবাসে যারা থাকেন; তাদের একটা ꦡবড় অংশ কিন্তু আমাদের ফলো করেন।’

তিনি বলেন, ‘দেখার বিষয় ছিল তারা আমাদের (নারী ক্রিকেটের) কতটুকু খবর রাখছে। দেখেছি সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বিশ্বকাপের দিকে। তারা যে আসলে অনেকখানি 🏅সম্পৃক্ত থাকেন আমাদের দলের সঙ্গে, সেটার জন্যই আমাদের এই প্রয়াস। এটার জন্যই তাদের কাছ থেকে স্কোয়াড ঘোষণা করাটা।’

এবারের বিশ্বকাপ ঘরের মাঠে খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু রাজনৈতিক বাস𓂃্তবতার কারণে সেটি সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ওখানেও বাংলাদেশ দল সমর্থন পাবে বলে আশাবাদী সুমন। 

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না এটা বলার খুব দরকার আছে। প্রথমে যেটা বলেছি, প্রবাসীরা সবসময় সꦯমর্থন দেন। আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি, পরে দেখতে গেছি তখনও দেখেছি প্রবাসীরা মাঠে আসেন, এটা আমাদের অনেক বড় শক্তি। আরব আমিরাতে যারা আছেন, আশা করবো আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সমর্থনটা আমাদের মেয়েদের আসলেই অনেক সাহায্য করবে।’

Link copied!