চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে বিশাল জয় পেয়েছে জার্মানির সেরা দল বায়ার্ন মিউনিখ। তারা ৯-২ গোলের বড় ব্যবধানে জাগরেবকে পরাজিত করে দারুণ সূচনা করেছে। আর এই ম্যাচে একাই চারটি গোল করে রেকর্ড গড়লেন বায়ার্নের ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেন। ইউরোপের ক্লাব ফুটবলে এটাই সবচেয়ে বড়♏ ব্যবধানের জয়। আর হ্যারি কেন পেনাল্টিতে হ্যাটট্রিক করে আরেক নজির গড়লেন। এছাড়া, চ্যাম্পিꦜয়ন্স লিগে তিনিই এখন ইংল্যান্ডের সেরা গোলদাতা। তার গোল ৩৩টি। ৩০ গোল করে এতোদিন সেরা ছিলেন ওয়েন রুনি। হ্যারি কেন ছাড়াও মঙ্গলবারের ম্যাচে অলিসি দুই গোল করেন। আর ১টি করে গোল করেন গুইয়েরো, সানে ও গোরেদজা।