• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেভাবে বছিলায় জঙ্গি আস্তানার সন্ধান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১০:৫৬ এএম

রাজধানীর বছিলার একটি বাসায় অভিযা🧜ন চালিয়ে জেএমবির শীর্ষস্থানীয় নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করে র‌্যাব। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে বছিলার ওই অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই আস্তানা থেকে পিস্তল, গুলি ও জিহাদি বই জব্দ করা 🍷হয়।

অভিযান শেষে র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার𓃲 আল মঈন সাংಌবাদিকদের সঙ্গে কথা বলেন।

খন্দকার আল মঈন জানান, চলতি মাসের ৪ সেপ্টেম্বর ময়মনসিংহের খাগডহর এলাকা থেকে গ্রেপ্তার ৪ জঙ্গি রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় অবস🌳্থিত জঙ্গি আস্তানার তথ্য দেন। তারা জানান, বছিলার বাসাটিতে জেএমবির শীর্ষস্থানীয় একজন নেতা থাকতেন। এসব তথ্যের ভিত্তিতে বছিলার জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়।

কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, “গ্রেপ্তার জঙ্গিরা জিজ্ঞাসাবাদে বছিলা থেকে আটক জঙ্গির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিল র‍্যাবকে। এসব তথ্যের ভিত্তিতে র‍্যাব ঢাকার বাইরে জামালপুর, রাজশাহীসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাত থেকে 🌠বছিলার জঙ্গি আস্তানাটিতেꦑ অভিযান পরিচালনা করা হয়।”

র‌্যাবের🐟 এই কমান্ডার বলেন, “অভিযানস্থল থেকে পিস্তল, গুলি, পৌনে তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।”

আটক জঙ্গি উজ্জ্বল মাস্টারকে র‍্যাব 🐷সদর দপ্তরে নেওয়া হয়েছে। স🎶েখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কমান্ডার খন্দকার আল মঈন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবা🦹দে জানা যায়, উজ্জ্বল মাস্টার চলতি মাসের ২ তারিখে ভবনটির দোতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। বাসা ভাড়া নেওয়ার সময় প্রিন্টিং প্রেসে কাজ করার কথা বলেন। বাসাটিতে আরও দুইজন লোকের আসা-যাওয়া ছিল। তারা গতকাল বাসাটি থেকে বের হয়ে যান বলেও জানান তিনি।

 

Link copied!