• ঢাকা
  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১৫ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কেরোসিন মুখে আগুন জ্বালাতে গিয়ে তিন কিশোর দগ্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ০৮:১৮ এএম
কেরোসিন মুখে আগুন জ্বালাতে গিয়ে তিন কিশোর দগ্ধ
কেরোসিন মুখে আগুন জ্বালাতে গিয়ে ৩ কিশোর দগ্ধ হয়েছে । ফাইল ছবি

রাজধানীতে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করতে কেরোসিন ম🅘ুখে নিয়ে আগুন জ্বালানোর সময় একই পরিবারের তিন কিশোর দগ্ধ হয়েছে। এ ঘটনায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে মজিবর ঘাট এলাকার একটি♊ বাসার ছাদে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলো যমজ ভাই রাকিব (১৭) ও রায়হান (১৭) এবং তাদের ভাতি⭕জা রহমতউল্লাহ সিয়াম (১৬)। সিয়াম একটি মোটরসাইকেলের ও♒য়ার্কশপে কাজ করে। তার বাবার নাম স্বপন। রাকিব ও রায়হান কারখানায় চাকরি করে। তাদের বাবার নাম দানিশ ব্যাপারী।

রাকিবের খালাতো ভাই মো. সজিব জানান, মজিবর ঘাট ৫ নম্বর গলিতে থাকেন তারা। সেখানে একটি বাড়ির পাঁচতলার ছাদে তারা থার্টিফাস্ট নাইট উদযাপন করছিলেন। সিয⛦়াম মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাচ্ছিল। তখনই অসাবধানতাবশত তার শরীরে কেরোসিন পড়লে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে রাকিব-রায়হান কিছুটা দগ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎꦓসকরা জানান, সিয়ামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজন আশঙ্কামুক্ত।

Link copied!