• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এই সরকার মধ্যরাতের সরকার না : রেল উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ১২:৩১ পিএম
এই সরকার মধ্যরাতের সরকার না : রেল উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবীর খা♉ন বলেছেন, এই সরকার বানে ভাসা সরকার না। মধ্যর🌄াতের সরকার না। কোনো থানার ওসির সরকারও না।

সোমবার (১৯ আগಌস্ট) রেলভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবীর খান বলেন, রেলের ক্ষেত্রে পরিসংখ্যান নয় বরং সেবার বিবেচনায় মূল্যায়ন করা হবে। টিকিটি🎉ংয়ে স্বচ্ছতা-জবাবদিহিতা ও তদারকি জোরদার করতে হবে। রেলের জমি নিয়ে কোনো নয়ছয় করতে দেওয়া হবে না।

বিভিন্ন সময়ে টিকিট চুরি করা আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা এরইমধ্যে নেওয়া শুরু হয়ে গেছে বꦜলেও🃏 জানান রেল উপদেষ্টা।

ফাওজুল কবীর বল💞েন, “দায়িত্ব-কর্তব্যে অবহেলা করলে চেয়ার ছেড়ে দিতে হবে। আমি না পারলে আমিও ছেড়ে দেব। সব ফলাফল একসঙ্গে পাওয়া যাবে না। কাজের ধরণ বুঝে সমাধান হতে হবে।”

নিজের সম্পত্তির হিসাব দিয়ে আওতাধীন মন্ত্রণালয়গু📖লোর কর্মচারীদের সম্পত্তির হিসাব নেওয়া শুরু হবে বলেও হুঁশিয়ার দেন ফাওজুল কবীর খান।

Link copied!