টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট🦂্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) ইমামুর রশীদের মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সদস্যরা, স্থানীয় বাস♍িন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে জেলা শহরের ক্লাব রোড এলাকায় সরকারি বাসভবনের সামনে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দার জানান, সকালে 🅷পুলিশ সুপার কবুতরের খোঁজে বাসার সামনে বের হন। এ সময় এক ছিনতাইকারী তার হাত থেকে মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এর আগেও শহরের ক্লাব রোড, জেলা সদর রোড ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একাধিক ছিনতাইয়ের🐻 ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় পুলিশের পক্ষ﷽ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ ঘটনার ꦜসত্যতা নিশ্চিত করে জানান, খ♉বর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে।