‘চাঁদাবাজ’ কমলে নিত্যপণ্যের দাম কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপꩲদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি চাঁদাবাজ কমলে নি💃ত্যপণ্যের দাম কমবে।”
শনিবার (৭ সেপ্টেম্বর) নগরীর আগ⛦ারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজমেন্টের (বিআইজিএমꦛ) সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “আলু ও পেঁয়াজে ট্যাক্স কমানো হয়েছে। দাম শুধু কাওরান বাজারে দে🍨খলে হবে না, অন্যান্য বাজার দেখতে হবে। কাওরান বাজারে ৪ বার হাত বদল হয়, এটা বন্ধ করা হবে।”
শিল্প কারখানা কারখানা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক-শ্রমিক এবং রা🐟জনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। দ্রুত এটা সমাধান হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা আরও দৃশ্যমান✃ হবে। দৃশ্যমান হলে, সবকিছু আপনারা দেখতে পাবেন।”
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, “কালো টাকা সাদা করার♍ সুযোগ না থাকায় এনবিআর অর্থ লো🌊পাটকারীদের সহজে ধরে ফেলবে।”