• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার ‘সুলতানস ডাইন’ সিলগালা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৪, ০২:১৭ পিএম
এবার ‘সুলতানস ডাইন’ সিলগালা
সুলতানস ডাইন রেস্তোরাঁ। ছবি : সংগৃহীত

বেইলি রোডে বন্ধ থাকা সুলতানস ডাইন রেস্তোরাঁ সিলগালা করেছে র🐲াজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটি রাজধানীর রেস্টুরে🦩ন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি খুঁজতে অভিযানে নেমেছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে সুলতানস ডাইন রেস্তোরাঁটি সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেছেন༒ রাজউকের নির্বাহী ম্যাজিস্ট𒅌্রেট মনির হোসেন হাওলাদার।

এর আগে, অভিযান পরিচালনাকারী দলটি বেইলি রোডের সুলতানস ডাইন পরিদর্শনে যায়। সেখানে গিয়ে দেখা যায়, রেস্তোরাঁটি বন্ধ রয়েছে। সেখানে এক নোটিশে লেখা ছিল,𒐪 ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতানস ডাইন বন্ধ রয়েছে’। ꧑পরে বন্ধ থাকা রেস্তোরাঁটি সিলগালা করে দেয় রাজউক।

এর আগে, সকালে বেইলি রোডের বন্ধ থাকা নবাবী ভোজ রেস্তোরাঁটি সিলগালা করে দেওয়া হয়। স🃏িলগালার সময় রেস্তোরাঁটির মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনে💧কে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, সেই ভবনের প্রথম তলায় ‘চায়ের চুমুক’ নামে একটি রেস্তোরাঁ ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত, যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এরপর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার রেস্তোরাঁগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা তদারকি করতে অভিযান পর⛄িচালনা করছে বিভিন্ন সংস্থা।

Link copied!