চলতি মাসেই সোমালিয়ার জলদস্যুদের হাতেꦛ বন্দী নাবিকদের সুষ্ঠুভাবে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “সুষ্ঠুভাবে দেশে ফিরিয়𝓡ে এনে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। সেই লক্ষ্যে কাজ চলছে।”
মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে নিℱজ দপ্তরে সাংবাদিকদে꧟র সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ💦্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “এটা কোনো ছোট ঘ𝓰টনা না, অনেক বড় ঘটনা। কাজেই দিন তারিখ দিয়ে এটার সমাধান করা সম্ভব না। সম্পূর্ণ ঘটনা আমাদের নিয়ন্ত্রণে আছে। আশা করছি, নাবিকদের সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনতে পারব।”
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য ছিল, পবিত্র ঈদুল ফিতরের আগে নাবিকদের যেন দেশে আনতে পারি। কিন্তু সেটা পূরণ করতে পারিনি। আশা করছি, অল্প কিছুಌ দিনের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনতে পারব।”
পররাষ্ট্র মন্ত্রণালযꩲ়ের মাধ্যমে এর সমাধানের চেষ্টা করছি জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমাদের নৌপরিবহন অধিদপ্তর আন্তর্জাতিক এলাকায় কাজ ✱করে, তারাও খোঁজ-খবর রাখছেন। সার্বিক বিবেচনায় বলছি, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে যাইনি।”
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, “আমাদের সঙ্গে নাবিকদের যোগাযোগ হচ্ছে। নৌপরিবহন অধিদপ্তরও নিয়মিত যোগযোগ রাখছেন। কথাবার্তা হচ্ছে। তারা ভালো আছেন। বিষয়টি অল্প কিছু দিনের মধ্যে 🐬সমাধান হবে। এখন দস্যুদের সঙ্গে আচরণটা কীভাবে হয়, এই ধরনের আলোচনা করার জন্য কিছু সংগঠন আছে, মানুষ আছে, ত🉐াদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে।”
এর আগে গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের ♛কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজে ২৩ নাবিক রয়েছেন। যাদের সবাই বাংলা𓄧দেশি।
জলদস্যুদের কবলে পড়া জাহাজটি চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠ🐓ান এসআর শিপ💧িং করপোরেশনের। জাহাজটি সাধারণ পণ্য পরিবহন করে। ২০ মার্চ দুপুরে জলদস্যুদের প্রথম ফোন পায় মালিকপক্ষ।