• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদে এবার কত দিনের ছুটি মিলবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০৯:১৫ এএম
ঈদে এবার কত দিনের ছুটি মিলবে
মিনার।

ঈদের ছুটি মানে আনন্দ আর উচ্ছ্বাস। সারা বছর চাকরিজীবীদের অনেকের ছুটি মেলে না। আবার ব্যস্ততায় বাড়িতে যাওয়ারও সুযোগ হয় না। তাই সবাই অপেক্ষায় থাকেন ঈদের ছুটির জন্য।🐼 আর সেটি যদি দু-চার বেশিই হয়, তাহল꧂ে তো আনন্দের ষোলোকলা।

দেশের মানুষের কাছে ঈদ সব সময়ই আগ্রহের বিষয়। সবার আগ্রহে থাকওে কবে ঈদ, কত দিনের ছুটি পাবেন তারা। অনেকে হিসাব-নিকাশে বসে যান কত দিনের ছুটি মিলবে। কারণ, ঈদের ছুটিতে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন মান🌱ুষ। যারা দূরদূরান্তে থাকেন, ছুটিতে তারা ছুটে যান প্রিয়জনদের কাছে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এবার বাড়তি ছুটি পেতে যাচ্ছেন মানুষ। স্বাভাবিক হিসাব🌊েই এবার কমপক্ষে পাঁচ দিনের ছুটি পাওয়া যꦜাবে। ঈদে কখনো কখনো নির্বাহী আদেশেও এক দিন ছুটি বাড়ানো হয়। তবে এখনো নির্বাহী আদেশে নতুন করে এক দিন ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোজা শুরু হয়েছে ১২ মার্চ। পবিত্র ঈদুল ফিতর নির্ভর করে চাঁদ দেখার ওপর। তবে ইতিমধ্যে ঈদের জন্য ১০, ১১ ও ১২ এপ্রিল সম্ভাব্য ছুটির দিন নির্ধারণ করা আছে। যদি এটি ঠিক থাকে, তাহলে পরদিন ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির দিন। তার পরদিন ১৪ এপ্রিল পয়লা বৈশাখ। এদিনও সরকারি ছুটি। তার মানে, পাঁচ দিন ছুটি নিশ্চিত হয়ে আছ꧅ে। আর নির্বাহী আদেশে এক দিন ছুটি যদি কোনো কারণ♌ে বাড়ে, তাহলে মোট ছুটিও বাড়বে। যদিও এবার এখনো সেই ধরনের উদ্যোগ নেই।

Link copied!