মশা নিয়ন্ত্রণে আনতে সরকারকে▨ একটি রিসার্চ সেন্টার করতে বলেছেন হাইকোর্ট। যা বাস্তবায়ন করবে 𝕴স্থানীয় সরকার মন্ত্রণালয়।
রোববার (১৩ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলে🧸র নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ ꦜআদেশ দেন।
২০১৯ সালের ৩ মার্🌳চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার উপদ্রব থেকে সুরক্ষায় প্রয়োজﷺনীয় নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৯ সালের ১২ মার্চ হাইকোর্ট রুল দেন।
পরে গত বছরের নভেম্বরে হা🌱ইকোর্ট বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ও উত্তর সিটি করপোরেশনকে একসঙ্গে বসে বিমানবন্দরে মশা 𝔉নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।
এর ধারাবাহিকতায় মশার ধরন, উৎপত্তিস্থল ও লার্ভার উপস্থিতি বিষয়ে জরিপ এবং কার্যক্রম জানিয়ে পৃথক প্রতিবেদন দাখিল করেন বেসরকারি✅ বিমান চলাচল কর্তৃপক্ষ ও উত্🙈তর সিটি করপোরেশনের আইনজীবী।