রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের মৃ🃏ত্যুর ঘটনায় করা মামলায় ‘কাচ্চি ভাই’র ম্যানেজ💯ার ও ‘চা চুমুক’র দুই মালিকসহ চারজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২ মার্চ) মামলার শুনান𝔉ি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাಌজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।
রিমান্ডপ্রাপ্তরা হলেন, কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্য𒀰ানেজার হামিমুল হকꦏ বিপুল।
এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন রিমান্ডের আবেদন💧 করেন। শুনানি শেষে ওই রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে বৃꦑহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটে༒র ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।