রাজধানী🦩র বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ‘কাচ্চি ভাই’র ম্যানেজার ও ‘চা চুমুক’র দুই মালিকসহ চারজনক﷽ে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২𝓀 মার্চ) মামলার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্🅘রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।
রিমান্ডপ্রাপ্তরা হলেন, কাচ্চি ভ𒁃াইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক🔯 আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।
এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তে🐻র জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ওই রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে বৃহস্পতিবা🀅র (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর ত💛থ্য নিশ্চিত হওয়া গেছে।