রাজধানীর শান্তিনগরে একটি ১২তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেꦗ।
শুক্রবার (২৪ মে) দুপুর ১টা ৩২ মিনিটের দি𒀰কে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসꦯ।
ঘটনা🎶র সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
খালেদা ইয়াসমিন জানান, শান্তিনগরে এ🤡কটি বাসায় আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক💃্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।