নিরাপদ প্রজন❀নের ⭕লক্ষ্যে ১৩ অক্টোবর থেকে সারা দেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, কেনাবেচা, মজুত ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিক🍬দཧের এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
ফরিদা🍨 আখতার বলেন, “প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৩ নভেম্বর পꦬর্যন্ত সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে।”
ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “বাণিজ্য মন🐬্ত্রণালয় স্൲বাধীনভাবে রপ্তানির অনুমোদন দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা এ অনুমোদন দিয়েছেন।”
এ ছাড়া ভারতে রপ্তানির প্রেক্ষিতে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ফরিদা আখতার। তিনি বলেন, “দাম বেড়ে যাবে এটাও ঠিক না। অনেক ইলিশ আছে দেশে। গতবারও তারা কম ইলি✨শ নিয়েছে। রপ্তানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেব।”