কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণꩵ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, “জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আওয়༺ামী লীগের জোট গঠনের আলোচনা চলমান রয়েছে। আশা রাখছি, সময়মতো সব ঠিক হয়ে যাবে।”
বৃহস্পত🦄িবার 🌺(৭ ডিসেম্বর) সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, “এবারের নির্বাচনে স🐈বচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সব দলের অংশগ্রহণ। আশার কথা হচ🍒্ছে, বেশিরভাগ দলই অংশ নিচ্ছে। বিএনপি এলে ভালো হতো। কিন্তু না এলে কিছু করার নেই। তারা তো নির্বাচনই করতে চায় না।”
কৃষিমন্ত্রী বলেন, “এবারജ প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। গ্রহণযোগ্য বিরোধী দল পাবে দ্বাদশ জাতীয় সংসদ। এটা নিশ্চিত করেই বলা যায়। এ নিয়ে কোনো সংশয় নেই।”
শাজাহান ওমরের জামিন পেয়ে আওয়ামী লীগে যোগ দেওয়া প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, “তিনি (শাজাহান ওমর) শান্তির পক্ষে। নির্বাচন করতে চান। তাই আমাদের ঐতিহাসিক দলে যোগ দিয়েছেন। তাকে স্বাগ꧋ত জানাই। সময়ে সময়ে মানুষের আদর্শ বদলায়। সেই সঙ্গে দলও পাল্টায়।”
আব্দুর রাজ্জা💦ক আরও বলেন, “ইতো🐭মধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সন্ত্রাস করেছেন। সাম্প্রতিক সহিংসতায় ইন্ধন জুগিয়েছে ওরা। যারা জ্বালাও-পোড়াও করবে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই।”