ই🐎সলামী ব্যাংকের আলোচিত তিন হাজার ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকসহ নাবিল গ্রুপের🧸 ১১টি কোম্পানিকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আলোচꦰিত ওই ঋণ কেলেঙ্ꦬকারির তথ্য জানতে এই চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।
অন﷽্য ব্যাংককে স্বল্প মেয়াদে নিয়মিত ধার দিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কিন্তু ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে বড় অঙ্কের ঋণ দেওয়ার ঘটনা ২০২২ সালে জানতে পারে বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যমেও তখন এ নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হওয়ায় দেশব্যাপী আলোচনার জন্ম দেয়। রাজনৈতಌিক অঙ্গনে, এমনকি জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে; বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়েও সমালোচনা হয়।
এর পরিণতিতে ইসলামী ব্যাংকের আমানত ব্যাপক কমে গেছে। ব্যাংকটি এখন সংকটে পড়ে কেন্দ্রীয় ব্যাংক ও অন্য ব্য💙াংক থেকে ধার করে পরিস্থিতি সামালജ দেওয়ার চেষ্টা করছে।