অগ্নি প্রতিরোধ ব্যবস্থা না থাকায় রাজধানীর গুলশান-২ এর দুটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফꦬেন্স। এই ভবনে দুটির মধ্যে একটি ছয়তলা ও আরেকটি সাততলা।
বুধবার (৬ মার্চ) দ⭕ুপুরে এই ভবন ঝুঁকিপূ♔র্ণ ঘোষণা করে ব্যানার টানানো হয়েছে।
শফিক নামের ফায়ার সার্ভিসের🔯 এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ প্রকাশকে বলেন, “একটি ভবনের প্রবেশের মাত্র একটি সিঁড়িꦓ ছিল। যা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সাধারণ মানুষের জন্য বিপদজনক হত। আরেকটি ভবনে রেস্টুরেন্ট এবং হোটেলের সেপটিপ ট্যাংকের মেয়াদসহ নানা কারণে ঝুঁকিপূণ ঘোষণা করা হয়েছে।”
এদিন ফায়ার সার্ভিসের দুটি টিম 🏅এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুটি টিম গুলশান-২ এর কয়েকটা রেস্টুরেন্টে অভি🌼যান পরিচালনা করেন।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন সংবাদমাধ্যমকে বলেন, “৩৩ নম্বর হোল্ডিংয়ের বাণিজ্যিক ভবনটিতে অনেকগুলো রেস্তোরাঁ রয়েছে। কিন্তু তার কোনোটিতেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই। এছাড়া এই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় একটি আবাসিক হোটেল রয়েছে। নাম দি এইচ হোটেল। কিন্তু অগ্নিকাণ্ড ঘটলে বের হওয়ার সুযোগ কম। দু🌸ই পাসে দুটি সিঁড়িগুলো থাকলেও তা সরু। এমন পরিস্থিতিতে এই হোটেলটি কীভাবে অনুমোদন পেলো, তার সব কাগজপত্র আজ বিকেলের মধ্যে দিতে বলা হয়েছে। কাগজপত্র দেখে ♏পরবর্তী করণীয় ঠিক করা হবে।”