• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কমেছে ডিমের দাম, সবজিতে মিলছে না স্বস্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২, ০৫:৫০ পিএম
কমেছে ডিমের দাম, সবজিতে মিলছে না স্বস্তি

বাজারে ডিমের দাম কিছুটা কমলে൲ও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। ফলে সবজি কিনে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। তবে, স্থিতিশীল আছে মাংসের বাজার।

শুক্রবไার (২৬ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজ𒁃ার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে সরবরাহ পর্যাপ্ত হলেও দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অসন্তোষ। পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য তুলনামূলক কিছুটা বেশি বলে অভিযোগ তাদের। শুধু তাই 𝐆নয় দোকান ভেদে একই সবজি বিক꧂্রি হচ্ছে ভিন্ন দামে।

অস্বাভাবিক বৃদ্ধির পর রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম গত সপ্তাহেই কমতে শুরু করে। সপ্তাহের😼 ব্যবধানে ডজনে ডিমের দাম কমেছে আরও ৫ টাকা। এর মাধ্যমে দুই সপ্তাহে ডিমের দাম ডজনে কমেছে ৩৫ টাকা।

বাজারগুলোতে ⛦দেখা গেছে, আলু ৩০ টাকা কেজি, ফুল কপি প্রতি পিস (ছোট সাইজ) ২৫ টাকা, পিয়াজ দেশিটা ৪৫ টাকা, রসুন দেশিটা কেজি ১০০ টাকা, আদা কেজি প্রতি ১৩০ টাকা, ঢেড়শ কেজি ৩০ টাকা, ধনে পাতা কেজি ৮০ টাকা, লাল শাক একমঠো ১০ টাকা, লম্বা বেগুন কেজি ৪০ টাকা, কাচা কলা হালি ২০ টাকা, লাউ প্রতি পিস সাইজ অনুযায়ী ৩০-৪০ টাকা, মূলা ৩৫-৪০ টাকা, চিচিঙ্গা কেজি ৪০ টাকা, লাউ শাক এক মুঠো ২০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস (ছোট) ২৫ টাকা, রববোটি কেজি ৪০ টাকা, টমেটো ৯০ টাকা কেজি, কাচা মরিচ ৬০ থেকে🥂 ৭০ টাকা কেজি, পটোল ৩০ টাকা কেজি, লেবু হালি ২০ টাকা, গাজর কেজি ৭০ টাকা, পালং শাক একমঠো ১৫ টাকা, পুই শাক এক মুঠো ৩০ টাকা, করল্লা কেজি ৪০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ২৫ টাকা (ছোট), লাউ প্রতি পিস ২৫ টাকা (ছোট), ডাটা শাক এক মুঠো ১৫ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১১০ টাকা, ঝিংগা প্রতি কেজি ৪০ টাকা, মুলা কেচি ২০ টাকা, লতি প্রতি কেজি ৪০-৪৫ টাকা।

অপরদিকে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা ও খাসিꦅর মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজি দরে।

পাইকারি বিক্রেতারা জানান,🌺 সবজির বাজার দর প্রতিদিনই ওঠা-নামা করে। তবে আমাদের এখানে দর ২-৬ টাকা পর্যন্ত ওঠা-নামা করে। কিন্তু খুচরা বিক্রেতারা ক্রেতাদের কাছে একই দাম রাখার চেষ্টা করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!