• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেভাবে রাখলে টমেটো দ্রুত নষ্ট হবে না


ঝুমকি বসু
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ০৭:৪২ পিএম
যেভাবে রাখলে টমেটো দ্রুত নষ্ট হবে না

টমেটো যেমন স্বাদে সেরা, তেমনই পুষ্টিগুণে ভরা। ভিটামিন সি’তে ভরা এই সবজি সব খাবারের সঙ্গেই দারুণ মানিয়ে যায়। তবে টমেটো খুব দ্রুত নষ্ট হয়ে যায়। বিশেষ করে এটি সঠিক উপায়ে সংরক্ষণ ✱না করলে দ্রুত নষ্ট হতে পার🍬ে। চলুন তবে জেনে নেওয়া যাক টমেটো দ্রুত নষ্ট হওয়া থেকে রক্ষা করতে কীভাবে সংরক্ষণ করবেন।

১. আস্ত টমেটো সংরক্ষণে এর উপরের খোসা তুলে ফেলুন। এজন্য ১০ মিনিট টমেটো পানিতে সেদ্ধ করে নিন। তারপর এর চামড়া তুলে ফেলে তা ঠান্ডা পানিতে কিছুক্ষ🌠ণ রেখে জিপলক ব্যাগে রেখে দিনে ফ্রিজে।

২. টমেটো ব্লেন্ড করে পিউরি তৈরির মাধ্যমেও ফ্রিজে দীর্ঘ𝔍দিন সংরক্ষণ করতে পারবেন। স্𒐪যুপ, স্টু, সস ও আরও অনেক কিছুতে ব্যবহার করতে পারবেন এই পিউরি।

৩. টমেটো রোদে শুকিয়েও অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এজন্য টমেটোগুলো ধুযꦫ়ে পরিষ্কার করুন ও পাতলা টুকরো করে কেটে পিঙ্ক সল্ট দিয়ে কমপক্ষে ১—২ সপ্তাহের জন্য কড়া রোদে শুকাতে দিন।

এই স🐓হজ টিপসগুলো অন💛ুসরণ করে, আপনি টমেটো দীর্ঘদিন রান্নায় ব্যবহার করতে পারবেন।

Link copied!