শীতে সবচেয়ে বেশি যে কথাটা শোনা যায় তা হলো ঠোঁট ফাটার অভিযোগ। ঠোঁট ফাটা রোধ করতে লিপবাম ব্যবহার করতেই হয়। এই লিপবাম বাজার থেকౠে না এনে নিজেই বানিয়ে নিতে পারেন। দেখে নিন কীভাবে বানাবেন-
যা যা লাগবে
- দেড় চা-চামচ পেট্রোলিয়াম জেলি
- দেড় টেবিল চামচ বিটের রস
- আধা চা-চামচ লেবুর রস।
যেভাবে লিপবাম বানাবেন
লিপবাম বানাতে একটি পাত্র💟ে বিটরুট এবং লেবুর রস নিন। ভালোভাবে মিশ্রণটি নেড়ে মিশিয়ে নিন। এরপর এতে পেট্রোলিয়াম জেলি দিয়ে দিন।
এবার একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানির উপর মিশ্রণের পাত্রটি রেখে দিন। অপেক্ষা করুন মিশ্রণটি তরল হওয়া পর্যন্ত। অর্থাৎ ডাবল বয়েলার পদ𝐆্ধতিতে জেলি পুর🌜োপুরি তরল না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিশ্রণটি তরল হয়ে এলে একটি শুকনা পাত্রে নিয়ে ঠান্ডা করুন।
মিশ্রণ ঠান্ডা হয়ে ঘন হয়ে এলে ঠোঁটে ব্যবহারের উপযোগী হবে। এরপর ঠান্ড🔯া ও শুকনা স্থানে সঠিক ভাবে সংরক্ষণ করে ১৫ থেকে ২০ দিন ব্যবহার করতে পারেন।