• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিজয় দিবসের সাজ কেমন হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৮:৫২ পিএম
বিজয় দিবসের সাজ কেমন হবে
সূত্র: সংগৃহীত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতিবছরই এই দিবসটি ঘিরে লাল সবুজ রঙে সেজে উঠে বাঙালি। গায়ে লাল সবুজ পোশাক জড়িয়ে বিজয়ে আনন্দে একত্রিত হন। পোশাকের সঙ্গে বিজয় দিবস উপলক্ষে বিশেষ সাজও থাকে বাঙালির। ছোট বড়, নারী পুরুষসহ ছোট্ট শিশুরাও সেজে উঠ😼ে বিজয়ের প্রতিচ্ছবিতে।

বিজয় দিবসে দেশজুড়ে উৎসবের আমেজ থাকে। শহরজুড়ে থাকে আলোকসজ্জা। ঘরবাড়িতে আলো আর পতাকা দিয়ে সাজানো হয়। আর বাঙালিসহ ভিনদেশিরাও পোশাকে আর সাজে বিজয় উদযাপন করে। বন্ꦺধু কিংবা পরিবারের সঙ্গে দল বেঁধে ঘুরতে বের হন। উপভোগ করেন মুক্তিযুদ্ধের স্মৃতিময় জায়গꦓাগুলো।

বিজয় দিবস উদযাপনে বাইরে গেলেই নিজেকেও প্রস্তুত করতে হয়। সাজতে হয় বিজয়ের বেশে। শুধু  পোশাকেই নয়, আনুষঙ্গিক আরও অনেক কিছুর সমন্বয় করতে হয়। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না, চোখের সাজ, মুখের সাজ, চুলের সাজ দিতে গয়। হাতে বা কাঁধে রাখতে হয় মানানসই ♚ব্যাগও।

বিজয় দিবসের দিনটিতে সাজ কেমন হবে 🍸এখনই ঠিক করে রাখুন। কারণ বিশেষ দিনে নিজেকে বিশেষ করে তুলতে সবাই ভালোবাসে। বিজয়ের এই দিনে পোশাকের রংহয় লাল-সবুজ। তাই সাজেও থাকতে হবে স্নিগ্ধতা। প্রকৃতিতে শীতল ভাব থাকে। তাই আর্দ্রতা ধরে রেখে দিনভর প্রাণবন্ত রাখে সেভাবেই সাজতে হবে।

ত্বকের ধরণ অনুযায়ী🍌 সাজুন। শুষ্ক, মিশ্র ও স্বাভাবিক ত্বক এই তিন ধরনের ত্বক হয়। ত্বক যেমনই হোক, মুখ পরিষ্কার করে ক্রিম বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। অয়েল বেজড প্রাইমান ব্যবহার করুন। ত্বক কোমল দেখাবে। পিক্সিং স্প্রে ব্যবহার করুন। দীর্ঘ সময় মেক🃏আপ ঠিক থাকবে।

মুখের ত্বকে দাগ, ছোপ থাকলে লিকুইড ফাউন্ডেশন লাগান। এরপর হালকা ফেস পাউডার ꦬলাগিয়ে নিতে পারেন♊। এর উপর পিচ বা গোলাপি ব্লাশন লাগিয়ে নিন। চোখের সাজে গাঢ় করে ওয়াটারপ্রুফ কাজল ব্যবহার করুন। সবুজ রঙের পোশাক পরলে গাঢ় রঙের লিপস্টিক লাগাতে পারেন। তবে লাল রঙের পোশাকের সঙ্গে মার্জিত লুক রাখতে হালকা রঙের লিপস্টিক পরুন।

শাড়ির সঙ্গে চুলে হাতখোঁপা করতে পারেন। খোঁপায় গুঁজে নিতে পারেন তাজা ফুল। বেণি করলে মালা পেচিয়ে নিতে পারেন। শাড়ির সঙ্গে মানানসই চুড়ি, টিপ পরতে পারেন। হাতে, গালে, গলায় কিংবা বাহুতে বাংলাﷺদেশের পতা𝔉কার নকশা এঁকে নিতে পারেন।

কোনো অনুষ্ঠানের উপস্থিত হতে হলে স🌃াজে ভিন্নতা আনুস। পোশাকেꩲর সঙ্গে ম্যাচ করে শ্যাডো, চোখের পাপড়িতে মাসকারা, লিপস্টিকে হালকা রঙ লাগিয়ে নিলে ভালো লাগবে।

পোশাকে সবুজ রংটা বেছে নিলে ভালো লাগবে। এর সঙ্গে গয়না,🔯 চুড়ি, টিপে রাখতে পারেন লাল রঙের ছোঁয়া। শাড়ি, কুর্তি, সালোয়ার-কামিজ, স্কার্ট, টপ, পাঞ্জাবি, টি-শার্ট যে পোশাকে আরামবোধ করবেন তাই পরুন। তবে সেসব পোশাকে যেন উঠে আসে একখণ্ড বাংলাদেশের ছবি।

পরিবারের সদস্যরা একইরকম পোশাক ও সাজ দিতে পারেন। যুগল পোশাকেও নিজেদের সাজিয়ে নিতে পারেন। এক্ষেত্রে ছেলেরা পাঞ্জাবি, টি শার্টেই বেশি আরামবোধ করেন। শীতের মৌসুম তাই শীত পোশাক 𝓡পরতে ভুলবেন না। সবশেষে মাথায় জড়িয়ে নিতে পারেন বাংলাদেশেরꦆ পতাকা।

Link copied!