• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিজয় দিবসে লাল-সবুজ গয়না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৭:৪৩ পিএম
বিজয় দিবসে লাল-সবুজ গয়না
সূত্র: সংগৃহীত

বিশেষ দিন  মানেই বিশেষ আয়োজন। 𝓰পোশাকে তো বিশেষ আয়োজন থাকেই। এর সঙ্গে মিলিয়ে গয়নাও থাকে বৈচিত্র্য। বরাবরের মতো এবারও বিজয় দিবসের পোশাকের সঙ্গে মিলিয়ে এসেছে লাল সবুজ গয়না। একই র🅠ঙের পোশাকের সঙ্গে ম্যাচিং গয়না পরলে উত্সবে আরও রাঙিয়ে তুলবে আপনাকে।

বিজয় মানেই লাল সবুজ রং। বাংলাদেশের পতাকার রং। সেই রঙকেই প্রাধান্য দেওয়া হয় পোশাকে আর গয়নায়। লাল সবুজ রঙের গয়নায় সয়লা🙈ব মার্কেটগুলো। দেশির ফ্যাশনহাউজগুলোও তাদের পো𒀰শাকের সঙ্গে মানানসই লাল সবুজ রঙের গয়নার আয়োজন রেখেছে।

বিজয় দিবস উপলক্ষে এসব গয়না তৈরি হয় বিভিন্ন উপাদান দিয়ে। কাদামাটি, সুতা, কাঠের গয়নাগুলো বেশি জনপ্রিয়তা পায়। বাঙালিয়ানা ভাব আনতে এমন দেশিয় উপাদান দিয়েই গয়না তৈরি করে ফ্যাশনহা🐟উজগুলো।

লাল ও সবুজ রঙের গয়নায় নকশা হিসেবে বেছ💜ে নেওয়া হয় মানচিত্র, পতাকা, শাপলা ফুল, জবা ফুল, কবিতা কিংবা গানের লাইন। ক💙িছু কিছু গয়নার নকশায় করা হয় আলপনা। কাঠের বেজের ওপর রং দিয়ে বানানো হয়। এর উপর থাকে নানা নকশা। কাদামাটি দিয়ে তৈরি গয়নাতেও থাকে লাল সবুজের ছোঁয়া। সৌন্দর্য বাড়াতে কিছু গয়নার সঙ্গে অ্যান্টিকের ছোট ছোট জিনিস, পুঁতি যুক্ত করে আরও আকর্ষণীয় করা হয়।

লাল-সবুজ রঙের বাইরে অন্য রঙের গয়নাও এখন জায়গা করে নিয়েছে বিজয় দিবসের ফ্যাশনে। হলুদ, বেগ🎀ুনি💜 ও নীল রঙের গয়নাও ব্যবহার হয়। হ্যান্ডপেইন্ট করা থাকে কিছু গয়না। কিছু গয়নায় থাকে মিনা কারুকার্য করা।

রাজধানীর বিভিন্ন দেশিয় ফ্যাশনহাউজগুলোসহ ন𒁃িউমার্কেট, গাউছিয়া মার্কেটে বিজয়ের থিমের গয়না পাওয়া যাবে। যার দামও রয়েছ🍃ে হাতের নাগালে। দাম ৫০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এসব গয়নার মূল্য।

Link copied!