• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শীতে চুলের যত্নে মধুর ব্যবহার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০২:৪৯ পিএম
শীতে চুলের যত্নে মধুর ব্যবহার
ছবি: সংগৃহীত

সৌন্দর্য চর্চায় মধুর ব্যবহার বহু প্রাচীন। চুলের জন্যও মধু উপকারജী। চুলকে উজ্জ্বল, ঘন করতে এবারের শীতে বেছে নিতে পারেন মধু। মধু নতুন করে চুল গজাতে সাহায্য করে। এছাড়া চুলকে নরম ও মসৃণ করে। এমনকি মাথার স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মধ🧔ু। তাই চুলের যত্নে মধুর ব্যবহার খুব কার্যকর। মধু চুলে কীভাবে ব্যবহার করবেন জেনে নিন-

চুল নরম ও সিল্কি করতে
এক মগ পানিতে আধা কাপ মধু মিশিয়ে নিন। এতে প্রাকৃতিক কন্ডিশনꦑার তৈরি হবে। শ্যাম্পু করার পর চুল আলতো করে মুছে নিন। তারপর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে মুছে নিন। এতে চুল হবে নরম আ🍬র ঝকঝকে।

চুলকে মসৃণ করতে
শীতের শুষ্ক আবꦦহাওয়ায় চুল রুক্ষ দেখায়। তাই এসময় চুলের চাই অতিরিক্ত যত্ন। এক্ষেত্রে মধু বেশ উপকারী। টক দই আর মধু মিশিয়ে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ব্যবহার করার পরে রাসায়নিক বিহীন শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এতে চুল মসৃণ হবে।

স্বাস্থ্য ভালো রাখে
অলিভ অয়েলের আর মধু মিশিয়ে তৈরি করতে পারেন হেয়ার প্যাক। এজন্য প্রথমে অলিভ অয়েল গরম করুন। এতে দুই টেবিল চামচ মেশান। এই মিশ্রণ চুলে ভালো করে ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন♔। তবে এটি স্ক🃏্যাল্পে না লাগানোই ভালো।

নতুন চুল গজায়
অ্যাপ্‌ল সিডার ভিনিগ🐷ার ও মধু এক সঙ্গে মিশিয়ে মাথার তালুতে মাখা যেতে পারে। মিশ্রণটি নতুন চুল গজাতে সাহায্য করবে।

Link copied!