• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পিনাট বাটার কুকিজ বানাবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০৮:৩২ পিএম
পিনাট বাটার কুকিজ বানাবেন যেভাবে
ছবি: সংগৃহীত

চায়ের সঙ্গে কুকিজের জনপ্রিয়তা বহুদিন আগে থেকেই। সেই কুকিজ এখন বানিয়ে নিতে পারেন নিজেই। চলুন ♎জেনে নেওয়া যাক প🐻িনাট বাটার কুকিজ তৈরির রেসিপি-

যা যা লাগবে

  • বাটার- ৩০০ গ্রাম
  • আইসিং সুগার- ১৫০ গ্রাম
  • পেস্তা ও কাজু কুচি- ৪ টেবিল চামচ
  • লেবুর খোসা গ্রেট- ১ চা চামচ
  • বেকিং পাউডার- দেড় চা চামচ
  • ময়দা- ৪৫০ গ্রাম।

যেভাবে বানাবেন
বাটার ও আইসিং সুগার এক সঙ্গে ভালো করে মেখে নিন। তারপর এতে পেস্তা ও কাজু কুচিꦛ, লেবুর খোসার গ্রেট দিয়ে মাখিয়ে নিন। এবার ময়দা ও বেকিং পাউডার দিয়ে  বিস্কুটের খামির মতো তৈরি করুন। খামিরটি ডাইসে কেটে কনভেকশন ওভেনে ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপে ২৫-৩০ মিনিট বেক করুন। এরপর বের করে ঠান্ডা হলে পরিবেশন করুন।

Link copied!