• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বরের পাসপোর্ট খেলো কুকুর, বিয়ে নিয়ে সংশয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৫:৪৯ পিএম
বরের পাসপোর্ট খেলো কুকুর, বিয়ে নিয়ে সংশয়
ছবি: সংগৃহীত

বাগদান সম্পন্ন হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই ইতালিতে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই পোষা কুকুর বরের পা♌সপোর্ট চিবিয়ে বেশ কয়েক পাতা খেয়ে ফেলে। এখন বরের নিজেরই বিয়েতে পৌঁছানো নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমনই এক খবর জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বোস্টনে। শহরটির বাসিন্দা ডꦛোনাটো ফ্রাটারোলি নামক সেই বর সংবাদমাধ্যম ডব্লিউসিভিবিকে জানান, আগস্ট মাসের ৩১ তারিখ ইতালিতে তাদের বিয়ের পরিকল্পনা অনেক দিন আগে থেকেই করা ছিল। বৃহস্পতিবার তিনি ও তার বাগদত্তা সিটি হলে গিয়েছিলেন বিয়ের ফর্ম পূরণ করতে। বাসায় ফিরে এসে তারা দেখেন ডোনাটোর চিকি নামক পোষা গোল্ডেন রিট্রিভার কুকুরটি পাসপোর্টের বেশ কয়েক পাতা চিবিয়ে খেয়ে ফেলেছে।

বিয়ের অনুষ্ঠান নিয়ে চি🐻ন্তিত ডোনোটো এখন নতুন পাসপোর্ট পাওয়ার জন্য স্থানীয় কর্মকর্তাদের সহায়তা চাচ্ছেন।

ডোনাটো জানিয়েছেন বিয়ের কথা শুনে পাসপোর্ট অফিস��ের কর্মকর্তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দ্রুত এই প্রক্রিয়া শেষ ক﷽রার বিষয়ে তারা সহায়তা করছেন।

সময় মতো পাসপোর্ট পেলে আগামী শুক্রবার ডোনোটো ও তার বাগদত্তা ইতালির উদ্দ🌺েশ্যে যাত্রা করবেন। 

Link copied!