• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মারা গেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০৫:১৮ পিএম
মারা গেছে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ববি

বিশ্বের সবচেয়ে বয়স্ক 🉐কুকুরটি মারা গেছে। ববি নামের ওই কুকুরের বয়স হয়েছিল ৩১ বছর ১৬৫ দিন। গিনে🦹স ওয়ার্ল্ড রেকর্ডস এ তথ্য জানিয়েছে।

গত শুক্রবার একটি পশু হাসপাতালে ডা. কারেন বেকার তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফেসবুকে লিখেছেন, যদিওꦡ কুকুরদের মধ্যে সবচেয়ে বেশিদিন বাঁচার রেকর্ড ববির, তবে তাকে যারা ভালোবাসে তাদের জন্য এই ৩১ বছর মোটেই যথেষ্ট নয়।

১৯৯২ সালের ১১ মে জন্ম নেওয়া ববি🀅 ছিল রাফেইরো দো আলেনতেজো প্রজাতির কুকুর। পর্তুগালের পশ্চিম উপকূলের কাছে কনকুইরস গ্রামে কোস্টা পরিবারের সঙ্গে থাকত। মৃত্যুর সময়ও কোস্টা পরিবারের সঙ্গেই ছিল।

গত ফেব্রুয়ারিতে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এ বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে নজির গড়ে ববি। কোস্টা পরিবারের সদস্য লিওনেল কোস্টা স্থানীয় এক সংবাদ সংস্🌺থাকে বলেন, ববির যখন ৮ বছর বয়স, তখন তাকে খুঁজে পাই। ববিরা তিন ভাইবোন ছিল। বাড়িতে পোষা প্রাণীর সংখ্যা বাড়তে থাকায় আমার বাবা-মা সিদ্ধান্ত নিয়েছিলেন কয়েকটি কুকুর দান করে দেবেন। আমি ও আমার ভাইয়েরা ত🎀খন ববিকে লুকিয়ে রেখেছিলাম।

জন্মের পর সুস্থ স্বাভাবিক জীবন ছিল ববির। ২০১৮ সালে হঠাৎ শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসার পর📖 সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে𝐆 ববি। তারপর থেকে শারীরিক অসুস্থতা দেখা দেয়নি তার।

কোস্টা পরিবারের দাবি, শান্তিপূর্ণ পরিবেশে বড় হয়ে ওঠাই ববির দী🌠র্ঘজীবী হওয়ার অন্যতম কারণ। ববির ৩১তম জন্মদিনে অতিথি হিসাবে ১০০ জন উপস্থিত ছিলেন বলে কোস্টা পরিবার জানায়।

গত ফেব্রুয়ারিতে ‘গিনেস ওয়ার্ল্ড🌠 রেকর্ড’-এ বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে নজির তৈরি করে ববি। এর আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর ছিল ব্লুয়ি। অস্ট্রেলিয়ার ক্যাটলডগ ছিল সে। ১৯৩৯ সালে ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায় ব্লুয়ি।

Link copied!