সোমবার (৮ এপ্রিল) ভরদুপুরে বিরল মহাজাগতিক ঘটনার💮 সময় চাঁদের ছায়া সূর্যকে ৩ মিনিট ৪০ সেকেন্𓃲ড সম্পূর্ণ ঢেকে রাখবে। পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণের সময় উত্তর আমেরিকার তিন দেশে দিনের বেলাই নামবে রাতের অন্ধকার।
যুক্তরাꦕষ্ট্র, কানাডা ও মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান অন্ধকারে ছেয়ে যাবে। আর এই বিরল মহাজাগতিক ঘটনা সরাসরি দেখা যাবে অনলাইনে। সূর্যগ্রহণের ঘটনাটি সরাসরি সম্প্রচার করবে নাসা। খবর এনডিটিভি
ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সোমবার (৮ এপ্রিল) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাসা এ ঘটনা লাইভ 💦সম্প্রচার করবে। অর্থাৎ বাংলাদেশ থেক🅠ে ৮ এপ্রিল রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত দেখা যাবে এই দৃশ্য। এ ঘটনার লাইভ স্ট্রিম নাসার ইউটিউব চ্যানেলে ও নাসাপ্লাস ওয়েবসাইটে সম্প্রচার করবে।
নাসা জানিয়েছে, সরাসরি সম্প্রচারের সময় বিশেষজ্ঞরা তাদের ম𝕴তামত শেয়ার করবেন। এ ছাড়া টেক্সাসভিত্তিক ম্যাকডোনাল্ড অবজারভেটরি (McDonald Observatory) নামের একটি ইউটিউব চ্যানেলেও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ꧃পুরো সূর্যগ্রহণের ঘটনাটি আড়াই ঘণ্টার🔯 হলেও সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে দেবে ৪ মিনিট ২৭ সেকেন্ডের জন্য। এই সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় ৯টা ৪২ মিনিট থেকে শেষ হবে রাত ২টা ৫২ মিনিট পর্যন্ত।