• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমেদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৬:২৩ পিএম
কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমেদ
কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল-সাবাহ (ছবি সংগৃহীত)

কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল-সাব🌠াহ (৮৩)। দেশটির সাবেক আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই শেখ মিশালকে কুয়েতের নতুন আমির ঘোষণা করা হয়।

শনিবার (১৬ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।&nbܫsp;

শেখ ম🍸িশাল সাবেক আমিরের সৎ ভাই ও দেশটির যুবরাজ ছিলেন। 

এর আগে শনিবার কুয়েতের꧙ আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা যা🌳ন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

কুয়েতের আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, “গভীর বেদনা ও দুঃখের সঙ্গে আমরা কুয়েতের জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের বন্ধুভাবাপন্ন মানুষ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর জন্য শোক প্রকাশ করছি, যিনিꦛ আজ তার প্রতিপালকের নিকট চলে গেছেন।”

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে হা꧂সপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার মৃত্যু কারণ সম্পর্ক🍎ে কিছু বলেনি কর্তৃপক্ষ।

শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। 
 

Link copied!