• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘দীপজ্যোতি’কে নিয়ে খেলায় মেতেছেন মোদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৯:৫৩ এএম
‘দীপজ্যোতি’কে নিয়ে খেলায় মেতেছেন মোদি
ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র 💯মোদির সরকারি বাসভবনের নতুন সদস্য ‘দীপজ্যোতি’! শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে তার বাসভবনের নতুন সদস্যের সঙ্গে দেশবাসী তথা সারা বিশ্বের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মোদি। তার নাম ‘দীপজ্যোতি’! তবে দীপজ্যোতি কোনো মানব সন্তান নয়, সেটি হলো একটি গরুর বাছুর। 

শনিবার মোদির এক্স হ্যান্ডল থেকে তাকে নিয়ে একাধিক পোস্ট করা হয়। সেই পোস্টগুলোতে রয়েছে একাধিক ছবি। রয়েছে ভিডিও। এসব ছবি এবং ভিডিওতে দীপজ্যোতির সঙ্গে প্রধানমন্ত্রীর নানা মুহূর্ত 🃏ক্যামেরাবন্দী হয়েছে।

ছোট্ট দীপজ্যোতিকে কখনো প্রধানমন্ত্রী আদর করছেন, কখনো তার কপালে এঁকে দিচ্ছেন সস্নেহ চুম্বন, কখন🐲ো আবার তার সঙ্গে একেবারে ছোটদের মতোই খুনসুটি আর খেলায় মেতে রয়েছেন মোদি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেলে এ-সংক্রান্ত যে পোস্টগুরো করা হয়েছে, তার মাধ্যমেই জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাসিন্দা একটি গরু এই শꦚাবকের জন্ম দিয়েছে। তার কপালে প্রদীপের শিখার মতো চিহ্ন থাকাতেই তার নাম রাখা হয়েছে ‘দীপজ্যোতি’। সূত্র : হিন্দুস্থান টাইমস

Link copied!