সামাজিক র🦩ীতির তোয়াক্কা না করে মুখভর্তি লম্বা দাড়ি দিয়ে গিনেস বুকে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের এরিন হানিকাট (৩৮♉)।
এরিন হানিকাট যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা। প্রায় ২ বছর ধরে তিনি দাড়ি লম্বা করেছেন। বর্তমানে ১১ দশমিক ৮১ ইঞ্চꦚি দাড়ি নিয়ে তিনি বিশ্বের জীবিত নারীদের মধ্যে সবচেয়ে লম্বা দাড়ির মালিক।
সম্প্রতি হানিকাট গিনেজ কর্তৃপক্ষের কাছ থেকে এর আনুষ্ঠানিক স্বীকৃতি প🌞েয়েছেন।
গিনেজ কর্তৃপক্ষ জানায়, পলিসিস্টিক ওভারিয়ান সিনডไ্রোম নামক একটি সমস্যার কারণে হানিকাটের দাড়ি অতিরিক্ত লম্বা হয়েছে। এ রোগের কারণে হরমোনে ভারসাম্যহীনতা তৈরি হয়। তিনি কোনো ধরনের হরমোন বা ওষুধ🐠 নেননি।
গিনেজ কর্তꦉৃপক্ষ আরও জানায়, ১৩ বছর বয়সের সময় হানিকাটের দাড়ি লম্বা হতে শুরু করে। শুরুতে লজ্জায় ওয়াক্সিং করে, হেয়ার রিমুভাল লোশন ব্যবহ🅘ার করে মুখের পশম তুলে ফেলতেন।
একসময় অসুস্থ হয়ে হানিকাট চোখের দৃষ্টিশক্তি আংশিক হারিয়ে ফেলেন। এরপর তিনি দাড়ি কাটা বন্ধের সিদ্ধান্ত নেন। তখন তাকে উৎসাহ দেন তার স্বামী জেন। তা𒀰র মা জিল রোচও হানিকাটের সিদ্ধান্তে সমর্থন দিয়ে গিয়েছেন। ফলে দিনে দিনে বাড়তে থাকে এরিনের দাড়ির দৈর্ঘ্য।
তখন ছিলে কোভিড মহামারির সময়। হানিকাট জানান, জনসমক্ষে যেতে মাস্ক ব্যবহার তাকে আত্মবিশ্বা🐬স করেছিল।
হানিকাট ৭৫ ꦑবছর বয়সী ভিভিয়🌼ান হুইলারের রেকর্ড ভেঙে দিয়েছেন। ভিভিয়ানের দাড়ির দৈর্ঘ্য ছিল ১০ দশমিক শূন্য ৪ ইঞ্চি।