• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিশ্বের লম্বা দাড়ির নারী এরিন হানিকাট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ০৭:৫৩ পিএম
বিশ্বের লম্বা দাড়ির নারী এরিন হানিকাট

সামাজিক রীতির তোয়াক🌼্কা না করে মুখভর্তি লম্বা দাড়ি দিয়ে গিনেস বুকে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের এরিন হানিকাট (৩৮)।

এরিন হানিকাট যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা। প্রায় ২ বছর ধরে তিন♛ি দাড়ি লম্বা করেছেন। বর্তমানে ১১ দশমিক ৮১ ইঞ্চি দাড়ি নিয়ে তিনি বিশ্বের জীবিত নারীদের মধ্যে সবচেয়ে লম্বা দাড়ির মালিক।

সম্প্রতি হানিকাট গিনেজ কর꧑্তৃপক্ষের কাছ থেকে এর আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন।

গিনেজ কর্তৃপক্ষ জানায়, পল✤িসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামক একটি সমস্যার কারণে হানিকাটের দাড়ি অতিরিক্ত লম্বা হয়েছে। এ রোগের কারণে হরমোনে ভারসাম্যহীনতা তৈরি হয়। তিনি কোনো ধরনের হরমোন বা ওষুধ নেননি।  

গিনেজ কর্তৃপক্𒁃ষ আরও জানায়, ১৩ বছর বয়সের সময় হানিকাটের দাড়ি লম্বা হতে শুরু করে। শুরুতে লজ্জায় ওয়াক্সিং করে, হেয়ার রিমুভাল লোশন ব্যবহার করে মুখের পশম তুলে ফেলতেন।

একসময় অসুস্থ হয়ে হানিকাট চোখের দৃষ্টিশক্তি আংশিক হারিয়ে ফেলেন। এরপর তিনি দাড়ি কাটা বন্ধের সিদ্ধান্ত নেন। তখন তাকে উৎসাহ দেন তার স্বামী জেন। তার মা জিল রোচও হানিকাটের সিদ্ধান্♕তে সমর্থন দিয়ে গিয়েছেন। ফলে দিনে দিনে বাড়তে থাকে এরিনের দাড়ির দৈর্ঘ্য।

তখন ছিলে কোভিড মহামারির সময়। হানিকাট জানান, জনসমক্ষে যেতে মাཧস্ক ব্যবহার তাকে আত্মবিশ্বাস করেছিল।

হানিকাট ৭৫ বছর বয়সী ভিভিয়ান হুইলারের রেকর্ড ভেঙে দিয়েছেন। ভিভিয়ানের দাড়ির দৈর্ঘ্য ছিল ১০ দশমিক শূন্য♋ ৪ ইঞ্চি। 

Link copied!