কুয়েতে🅺র আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ﷽মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল সাবাহ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, “গভীর বেদনা ⛎ও দুঃখের সঙ্গে আমরা কুয়েতের জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের বন্ধুভাবাপন্ন মানুষ কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর জন্য শোক প্রকাশ করছি, যিনি আজ তার প্রতিপালকের নিকট চলে গেছেন।”
কুয়েতের রাষ্ট্রীয়ℱ বার্তা সংস্থা জানায়, গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছি🐓ল।
শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুꦰয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন।
এক প্রতিবেদনে আল-জাজিরা জানায়, ধারণা করা হচ্ছে কুয়েতের উপপ্রধান ও প্রয়াত আমিরের সৎ ভাই শেখ মিশাল আল আহমেদ আল জাবের দেশটির পরবর্তী আমির হতে যাচ্ছেন। তার বয়স বর্তানে ৮৩ বছর। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও এরকম ঘোষণা আসেনি।