• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পুনরায় কূটনৈতিক সম্পর্কের পথে কানাডা-সৌদি আরব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৪:১৩ পিএম
পুনরায় কূটনৈতিক সম্পর্কের পথে কানাডা-সৌদি আরব

কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার ও নতুন রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হলো কানাডা ও সৌদি আরব। ২০১৮ সালে দুই দেশের কূটনৈ🦋তিক ও বাণিজ্যিক সম্পর্কে ভাটা সৃষ্টির পর বুধবার এমন পদক্ষেপ নিলো রিয়াদ ও অটোয়া।

বৃহস্পতিবার ( ২৫ মে) ব্রিটিশ ব﷽ার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যায় সৌদি আর𝓀বের নিন্দা জানিয়েছিল কানাডাসহ অন্যান্য পশ্চিমা দেশ। একই বছর রিয়াদে কানাডার দূতাবাস থেকে সৌদি আরবের আটককৃত নারী অধিকারকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন কর্মকর্তারা।

এ ঘটনায় অটো♚য়া থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়াসহ নতুন বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রিয়াদ। বিষয়টিকে ‘শাস্তিমূলক বাণিজ্য প্রত্যাহার’ হিসেবে বর্ণনা করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে বিরোধের ফলে দুই দেশের বাণিজ্যে কী প্রভাব পড়েছিল সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি।

গত বছরের নভেম্বরে ব্যাংককে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) সম্মেলনে কꦺানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সৌদি যুবরাজ মোহাম্ম🉐াদ বিন সালমান এমন সিদ্ধান্ত নেন।

যৌথ বিꦚবৃতিতে তারা বলেন, “পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুণঃস্থাপনের জন্য সিদ্ধান্তটি ন🍒েওয়া হয়েছে।”

২০২১ সালে আরব দেশ গুলোর ম꧅ধ্যে সৌদি আরব🙈ে সর্বোচ্চ মূল্যের পণ্য রপ্তানি করে কানাডা।

সরকারি তথ্যমতে, সে বছর কানাডা প্রায় ১ দশমিক ৬৫ বিলিয়ন ൩ডলারের পণ্য রপ্তানি ও ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে সৌদি আরব থেকে। কানাডার বেশিরভাগ আমদানি ছিল তেল ও পেট্রো-কেমিকেলজাত পণ্য। অপরদিকে সৌদি আরবের আমদানির প্রায় ৮০ শতাংশই ছিল পরিবহণ সরঞ্জাম।

জাস্টিন ট💧্রুডোর সাবেক বৈদেশিক নীতির উপদেষ্টা ও অটোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোল্যান্ড 𝐆প্যারিস বলেন, “আঞ্চলিক শক্তির দিক থেকে সৌদি আরব গুরুত্বপূর্ণ। দেশটির সঙ্গে যোগাযোগ সচল রাখতে পুনরায় রাষ্ট্রদূত নিয়োগ করাই যৌক্তিক।”

Link copied!