• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৩৯ বারের চেষ্টায় গুগলে চাকরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০৪:৫৬ পিএম
৩৯ বারের চেষ্টায় গুগলে চাকরি

২০১৯ সালের আগস্টে প্রথমবার গুগলে আবেদন করেছিলেন টাইলার কোহেন। এর পর ৩৮🐽 বার তার আবেদন নাকচ কꦗরে প্রতিষ্ঠানটি।

অবশেষে গত ১৯ জুলাই তার নিয়োগ চূড়ান্ত করেছে টেক জায়ান্ট গ🍌ুগল। ৩৯ বারের চেষ্টায় নিজের স্বপ্নের চাকরি পেয়েছেন এই ব্যক্তি।

সান ফ্রান্সিসকোর বাসিন্দা কোহেন এর আগে ডোরড্যাশ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্য𒊎াসোসিয়েট ম্যানেজার হিসাবে দায়িত্বে ছিলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুগলক🔯ে পাঠানো নিজের সমস্ত চাকরির আবেদনের ইমেইল স্ক্রিনশটসহ শেয়ার করেছেন তিনি।

অনলাইনে তার 💛গল্প অনুপ্রাণিত করছে অস♒ংখ্য মানুষকে। লিঙ্কডইন পোস্টে কহেন বলেন, “অধ্যবসায় ও উন্মাদনার মধ্যে একটি সূক্ষ্ম যোগাযোগ রয়েছে। আমি এখনও খুঁজে বের করার চেষ্টা করছি যে আমার মধ্যে কোনটি আছে।”

এনডিটিভিতে প্রকাশিত কোহেনের ইমেইলের স্ক্রিনশট থেক𒁏ে দেখা যায় ২০১৯ সালে প্রথমবার আবেদন করেছিলেন টাইলার কোহেন। প্রথম𒈔েই তার আবেদন প্রত্যাখ্যান করা হয়।

তবে হাল ছেড়ে দেননি তিনি। পরে আরেকটি পদের জন্য দুইবার আবেদন করেন। এবারও তা নꦫাকচ করে 𝓀গুগল।

মহামারি চলাকালীন ২০২০ সালের জুনে আবারো ไগুগলে চাকরির জন্য আবেদন করা শুরু করেন তিনি। শেষ পর্যন্ত গত ১৯ জুলাই গুগল তার আবেদন গ্রহণ করে।

কোহেনের এমন কৃ🉐তিত্ব দেখে মুগ্ধ নেটিজেনরা। সামাজিক মাধ্যমে তার পোস্টটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। কমেন্টে তাকে অভিনন্দন জানিয়েছেন অনে♓কেই।

Link copied!