শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস। এ মাসেই বাজারে আসতে শুরু করে আম, লিচুসহ মৌসুমি ফল। তার জন্য যদিও আরও কিছুদিন অপেক🍰্ষা করতে হবে। তবু বাজা🐬রে সয়লাব অপরিপক্ব আম ও লিচু।
বেশি দামের আশায় পাকার আগেই বাজারে লিচু এনেছেন বিক্রেতারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অপরিপক্ব লিচু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব লিচু খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষ করে বাচ্চাদের জন্য অপরিপক্꧃ব লিচু খুবই ক্ষতিকর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী, মে মাসের ২০ তারিখের পর বাজারে আসবে মাদ্𓆏রাজি লিচু। জুন মাসের ১০ তারিখের পর বাজারে আসবে বেদেনা জাতের লিচু, ২০ জুনের পর বোম্বে এবং এর পরের সপ্তাহে চায়না থ্রি লিচু বাজারে আসবে। সবশেষে বাজারে আসবে কাঁঠালি ও মোဣজাফ্ফর লিচু।
গবেষকরা জানাচ্ছেন, কাঁচা বা আধা-পাকা লিচুতে থাকা টক্সিন হাইপোগ্লাইসিন এ এব🐼ং মিথাইলিন-সাইক্লো-প্রোপাইল-গ্লাইসিন নামক টক্সিন উপাদান🐭 বিষক্রিয়া ঘটিয়ে মৃত্যু ঘটাতেও পারে।
গবেষণায় আরও দেখা গেছে, হাইপোগ্লাইসিন এ সাধারণত কাঁচা বা আধা পাকা অর্থাৎ পাকা নয়, এমন লিচুতে পাওয়া যায়। এটি একটি অ্যামিনো অ্যাসিড, যা ম🙈ারাত্মক বমি বমি ভাব সৃষ্টি করে। অন্যদিকে মিথাইলিন-সাইক্লো-প্রোপাইল-গ্লাইসিন উপাদানটি গ্রহণের ফলে রক্তে শর্করার পরিমাণ দ্রুত কমে যায়। এর ফলে বমি,🐼 অচেতন এবং দুর্বল হয়ে পড়ে রোগী। অনেক রোগী কোমায় চলে যান, এমনকি মৃত্যুর কারণও হতে পারে।
২০১৫ সালে মার্কিন গবেষকেরা জানান, ফলে থাকা এমসিপিএ নামক একটি বিষাক্ত পদার্থ গ্রহণের মাধ্যমে মস্তিষ্কের রোগ হতে পারে। কাঁচা ও অপরিপক্ব লিচু𓃲তে এ বিষাক্ত পদার্থ অধিক মাত্রায় পাওয়া 🀅যায়।
তাই🌱ಞ আমাদের উচিত, কাঁচা বা আধা পাকা লিচু খাওয়া থেকে বিরত থাকা। এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।