• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোথায় ছুটি কাটাচ্ছেন পরম-পিয়া?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০১:৩৬ পিএম
কোথায় ছুটি কাটাচ্ছেন পরম-পিয়া?
পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। ছবিঃ সংগৃহীত

গত বছরের নভেম্বরে গাঁটছড়া বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও স্ত্রী পিয়া চক্রবর্তী। বিয়ের পর থেকেই তারা নি♌জেদের কাজে ব্যাস্ত হয়ে পড়েছেন। একজন ব্যস্ত অভিনয় ও পরিচালনার কাজಌে, অন্যজন ব্যস্ত সামাজিক কাজে।

এবার অবশ্য বসন্ত শেষ হওয়ার আগেই বেরিয়ে পড়লেন তারা। খুব দূরে নয়, কলকাতা শহর থেকে কিছুটা দূরে পুরুলিয়ায় ঘুরতে চলে গেলেন পরম-পিয়া। আর সেখান থেকেই ছবি প♕োস্ট করেছেন।

যদিও বিয়ের পর বিদেশে হানিমুনও সেরে এসেছেন। তবে ফিরে আসার পর দুজনেই ব্যস্ত হয়ে পড়েন যে যার কাজ🎃ে। পরমব্রত অভিনয়ের পাশাপাশি পরিচালক হওয়ায় তার কাজের চাপ অনেকটাই বেশি।

অপরদিকে পিয়া মানসিক স্বাস্থ্যকর্মী। প্রতিদিনই তাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সময় পেলেই পরম-পিয়া নিজেদের মতো করে থাকতেই ভালোবাসেন। কিছুদিন আগেই দার্জিলিং থেকে ঘুরে এসেছি🐬লেন। এবার বসন্ত যাওয়ার আগেই পরম-পিয়া ঘুরতে চলে গেলেন লাল পলাশের দেশ পুরুলিয়ায়।

সেখান ꦕথেকেই পিয়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে বরের আলিঙ্গনে রয়েছেন পিয়া। আবার কোনও ছবিতে পিয়া ও পরম একাই ছবি তুলেছেন। পিয়া গলায় পরেছেন পলাশ ফুলের মালা। তবে পরম-পিয়া একা নন, তাদের সঙ্গে গেছেন পিয়ার মাও। শাশুড়ি ও বউকে নিয়েই পরম বেড়িয়ে পরেছেন ঘুরতে।

ছবি পোস্ট করে পিয়া লিখেছেন, পরিবারের সঙ্গে সপ্তাহান্তের ট্রিপ। কাজের ব্যস্ততার ফাঁক♐ে একটু সময় বার করে একান্তযাপনে ব্যস্ত নবদম্পতি। লাল পাহাড়ির সেই দেশেই ঢুঁ মারতে চলে গেলেন পরম-পিয়া। কদিন আগে শীতের সময়ই দার্জিলিংও বেড়াতে যান তারা।

এদিকে পরমব্রত ও পিয়ার বিয়ের তিনমাস পরই বিয়ে করেন অনুপম রায়। গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে আইনি বিয়ে সারেন পিয়ার প্রাক্তন। পি❀য়া তাদের বিয়েতে শুভকামনা জানিয়েছেন এবং বিয়ের খবর পিয়া যে আগে থেকেই জানতেন সে কথা জানাতে ভোলেননি।

২০২১ সালে ডিভোর্সের কথা সামাজিক মাধ্যমে ঘোষণা করেন অনুপম ও পিয়া। এর তিনবছর পর পরমব্রতর সঙ্গে বিয়ে করেন তিনি। তাদের নিয়ে যতই সমালোচনা হোক না কেন অনুপম ও পিয়া তাদের নিজের নিজের সংসারে ভালো🅺 আছেন। 

Link copied!