ভারতের কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী জ্যোতি রাই। টিভি💧 ধারাবাহিক ‘গুপেদন্ত মনসু’তে জগাথি ম্যাডামের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে বেশ আলোচিত ও প্রশংসিত তিনি। আর সম্প্রতি এই অভিনেত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা এখন ভাইরাল। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে♕ পড়েছেন দক্ষিণি এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনের খবর, অজ্ঞাত এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জ্যোতির ব্যক্তিগত ছবি ও ভিডিওগুলো ছ𒀰ড়িয়ে দিয়েছেন, যা এখন নেটিজেন ও তারকাদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে,🐻 অজ্ঞাত এক ব্যক্তি এক্স (সাব꧟েক টুইটার) হ্যান্ডেলে এক টুইটবার্তায় অভিনেত্রী জ্যোতিকে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের হুমকি দেন। শর্ত ছিল, ওই ব্যক্তির ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার করে দিতে হবে। বিষয়টি নেটিজেনদের নজরে এলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় অভিনেত্রীকে।
তবে এরই মধ্যে ওই অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশের শরণাপন্নও হয়েছেন অভিনেত্রী জ্যোতি। গোপনীয়তা লঙ্ঘন ও মানহানির ভয়ে বেঙ্গালুরু সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানিয়েছেন তিনি। জ্যোতি রাই বলেন, “আমি বার্তাগুলো পেয়ে আতঙ্ক হয়েছꦚি এবং ﷺআইনশৃঙ্লা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছি, অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং যাতে আমার ও আমার পরিবারের সুনাম যথাযথ থাকে।”
এদিকে তার ভক্ত ও নেটিজেনরা বলছেন, অভিনেত্রী জ্যেতি ডিপফেকের শিকার হয়েছেন। একই সঙ্গে এ ঘটনার সঙ্গ🍷ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, পর্দায় বোল্ড লুকে ধরা দেওয়ার জন্য ফ্যাশন আইকন হিসেবেও পরিচিত অভিনেত্রী জ্যেতি। ‘বন্দে বারতাভা কালা’সহ ২০টির বেশি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘সীতার🌊াম কল্যাণ’, ‘গন্ধদা গুড়ি’, ‘৯৯’ ও ‘দিয়া বর্ণপাতালা’র মতো কন্নড় সিনেমায়ও দেখা গেছে এ ไঅভিনেত্রীকে।