• ঢাকা
  • সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৪ ভাদ্র ১৪৩১, ১৪ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলম ধরলেন শুভশ্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৫:১৮ পিএম
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কলম ধরলেন শুভশ্রী
শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত

রবিবার (১৮ আগ💞স্ট) আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিল কলকাতার শিল্পীসমাজ। তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর‍‍`।  বৃষ্টি উপেক্ষা করে এই স꧂্লোগান তুলে পথে নেমেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

এস🅠ময় আরো ছিলেন,  শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা, পাওলি দাম, অঙ্কুশ হাজরা, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, ঋত্বিক চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, সৌরশেনী মৈত্র, ইশা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় সহ আরও অনেকে। তারা  ১৪৪ ধারাকে সম্মান জানিয়ে যতটা হাঁটা গিয়েছিল ততটাই হেঁটেছিলেন তারা। ▨;

এখানেই শেষ নয়, আরজ💛ি কর কাণ্ডের প্রতিবাদে কলম ধরলেন জনপ্রিয়💯 এই চিত্রনায়িকা।

লিখেছেন- নারীদের খুব সহজে ‍‍`নষ্ট‍‍` বলে দেওয়া যায়। এদিক থেকে ওদিক হওয়া অর্থাৎ না🌺রীদের জন্য সমাজের ঠিক করে দেওয়া ন♋িয়মনীতির বাইরে পা রাখলেই সেই নারীরা খারাপ। তবে এই খারাপ নারীরাই ভাল সমাজ গড়ে তুলবে।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন-

শুভশ্রী  কবিতা-

শাস্তি চাই, শাস্তি চাই

দৃষ্টান্তমূলক শাস্তি চাই

থাকবো না আর নিয়মে বাঁধা

মানবো না কোনো রীতি।

সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের?

ওরা তাহলে করবে কী?

নিয়মে এবার বাঁধবো ওদের

যারা কুরে কুরে খেয়েছে মোদের।

অনেক করেছো নোংরামি, অনেক করেছো পাপ।

তাও নেই কোনও অনুতাপ।

তাই তো ফেসবুকে পোস্ট এর বন্যা

আমরা নাকি ‍‍`পতিতা‍‍`

আমরা নাকি নষ্টা

দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া

যেখানে বাপকেও ছাড়ে না পাপ।

শুভশ্রীর এই লেখা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার প্রতিবাদী মিছিলে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বাকি টলিপাড়ার ব্যক্তিত্বদের মতো ছিলেন শুভশ্রীও। তারও কণ্ঠে ছিল একটাই ধ্বনি, ‘বিচার চাই, ন্যায় চাই’। 
 

Link copied!