• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাকিবের জীবনে এ বছরই স্থিতিশীলতা আসছে: আরশাদ আদনান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৪, ০১:৩৮ পিএম
শাকিবের জীবনে এ বছরই স্থিতিশীলতা আসছে: আরশাদ আদনান
আরশাদ আদনানের সঙ্গে শাকিব খান। ছবি: ফেসবুক থেকে

শাꦇকিব খানের বিয়ে নি🔥য়ে যখন চারদিকে আলোচনা তখন আসল সত্যটা জানালেন শাকিবের ঘনিষ্ঠজন প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্নধার আরশাদ আদনান।

সংবাদমাধ্যম অনুযায়ী, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের বিয়ের প্রসঙ্গ উঠলে আরশাদ আদনান বলেন, ‘বিয়ে নিয়ে শাকিবের মন্তব্য না আ💎সা পর্যন্ত আমি কিছু বলতে চাইছি না। তবে শাকিব বিয়ে করছেন কি না, এটি আমি জানি। আগে শাকিব এ বিষয়ে নিজের স্টেটমেন্টস দিবে, তারপরই আমি বলবো।’

তাহলে কী শাকিবের জীবনে স্থিতিশীলতা আসছে? এমন প্রশ্নে এই প্রযোজক বললেন, ‘শাকিবের জীবনে স্থিতশীলতা আসবে। সেটা এ বছরই আসবে। আমিও দায়িত্ব ন🌞িয়েছি। শাকিবিয়ানদের উদ্দেশে বলতে পারি, নায়কের জীবনে এ বছরই স্থিতিশীলতা আসছে।’

এসময় বুবলী-অপু প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, ‘শাকিব খান জয় এবং বীরের বাবা। ꦚঅপু-বুবলী তাদের সন্তানকে নিয়ে তার বাড়িতে আসে। সেটা সন্তানদের সঙ্গে দেখা হওয়া পর্যন্তই শেষ।

যদি এর বাইরে বেশি কিছু বলা হয় সেগুলো ভুল বলা বা বাড়িয়ে বলা হবে। আমার মনে হয় না বিষয়গুলো এতটা সরব। যতোটা অপু-বুবলী দাℱবি করছে।’

২০০৮ সাল🍸ে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই দম্পতির সংসারে।

এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর গলায় মালা দেন শাকিব। সেই সংসারেও রয়েছে একটি সন্তাﷺন। কিন্তু বুবলীর সঙ্গেও শাকিবের সংসার স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান এই জুটি। 

Link copied!