• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হামাসকে সমর্থন করায় মিয়া খলিফার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ‘প্লেবয়’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ১১:০৬ পিএম
হামাসকে সমর্থন করায় মিয়া খলিফার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ‘প্লেবয়’
ছবি : সংগৃহীত

ইসরায়েলে হামাসের হামলাকে ‘সমর্থন’ করায় নীল দু💃নিয়ার তারকা মꦡিয়া খলিফার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্রের লাইফস্টাইলভিত্তিক ম্যাগাজিন ‘প্লেবয়’।

বুধবার (১১ অক্টܫোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে প্লেবয় জানায়, “মিয়া খ🌃লিফা ইসরায়েলে হামাসের হামলার সমর্থন জানিয়ে নানা বক্তব্য প্রকাশেরꦆ পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। তার সঙ্গে পরবর্তীতে আর কোনো কাজ নয়।”

সম্প্রতি ইসরায়েলে  সশস্ত্র গোষ্ঠী হামাস আক্রমণ চালানোর পর তাদের সমর্থন♑ জানিয়ে এক্স নেটওয়ার্কে (সাবেক টুইটার) নিজের অ্যাকাউন্টে বিভিন্ন বক্তব্য প্রকাশ করেন মিয়া খলিফা। এতে তিনি হামাসের সদস্যদের ‘স্বাধীনতাকামী যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।

মিয়া☂ খলিফা পোস্টে লিখেন, “আপনি যদি ফিলিস্তিনের অবস্থা দেখার পরও ফিলিস্তিনের𝔍 পক্ষে না দাঁড়ান তাহলে আপনি ভুল দিকে অবস্থান নিয়েছেন। বৈষম্যের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এক সময় ইতিহাস সেটা আপনার সামনে তুলে ধরবে।”

আরে🐈কটি পোস্টে মিয়া খলিফা হামাসের সদস্যদের বলেন, “মোবাইলকে ঘুরিয়ে আড়াআড়িভাবে ཧভিডিও ধারণ করতে। কারণ এ ধরনের ভিডিও ক্লিপ টেলিভিশনে চালানোটা সহজ।”

মিয়া খলিফার এই ধরনের বক্তব্য তুলে ধরে প্꧂লেবয় ম্যাগাজিন বলেছে,▨ যদিও তারা বাক স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু তারা ঘৃণা বা বিদ্বেষমূলক বক্তব্য সহ্য করবে না। তাই তারা মিয়া খলিফার সঙ্গে সব ধরনের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করেছে।

এছাড়াও ‘ক্রিটার’ নামে ম্যাগাজিনের প্ল্যাটফর্ম থেক🥃ে মিয়া খলিফার চ্যানেল সরিয়ে ফেলবে বলেও জানিয়েছে প্লেবয়।

প্লেবয় ম্যাগাজিনটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৩ সালে। সত্তরের দশকে এর প্রচার সংখ্যা ৫৫ লাখ কপি ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে এই সংখ্যা কমে আসে। এই ম্যাগাজিনে পড়ার মতো বিভিন্ন বিষয়ের পাশাপাশি নারী-পুরুষের যৌন উত্তেজক ছবি প্রকাশ করা হয়। বো-টাই পরা একটি খরগোশের ছবিযুক্ত ম্যাগাজিনটির লোগো বিশ্বের সবচেয়ে পরিচিত লোগোর মধ্যে অন্যতম। প্লেবয়ের আয়🥀ের বেশিরভাগ অংশই আসে প্রসাধনী, গহনা এবং বেভারেজ বিক্রিতে এই লোগোর লাইসেন্স দেওয়ার মাধ্যমে।

এর আগে💯 শনিবার (৭ অক্টোবর) ভোরে দক্ষিণ ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাসের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সূর্যের আলো পুরোপুরি ফোটার আগেই ৩ হাজারেরও বেশি রকেট ইসরায়েলকে লক্ষ্য ক꧃রে🍷 ছোড়া হয়েছে।

কাছাকাছি সময়ে হ্যাং গ্লাইডার ও মোটরচালিত গ্লাইডারে চেপে হামাসের বেশ কয়েকজন যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কার্যালয়ে গিয়ে সেনা কর্মকর্তা ও সদস্যদের বন্দি ও জিম্মি করার পাশাপাশি ওই কমান্ডের সঙ্গে সেনাবাহিনীর মূল কমান্ড ও অন্যান্য শাখার কার্যালয়ের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। একই সঙ্গে মোটরসাইকেল ও জিপে করে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করেন 𓆉আরও কয়েক শ’ হামাস যোদ্ধা। এরপর শুরু হয় ꧟যুদ্ধ।

হামাস ও ইসরায়েলের এই যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। চলমান এই হামলা-পাল্টা হামলায় দুই দেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের নাগরিকদের মৃত্যু হয়েছে।
 

Link copied!