ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটক। কিংবদন্তি এই পরিচালকের শেষজীবন কেটেছিল চরম দুরাবস্থায়, মানসিক হাসপাতালেও ঠাঁই হয়েছিল তার। সম্প্রতি টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম বিস্ফোরক এক তথ্য জানালেন। মানসিক হাসপাতালে ভর্তি ঋত্বিক ঘটকের বড় ছেলে ঋতবান ♏ঘটক। সম্পর্কে পরমব্রতর মামা হন ঋতবান ঘটক। সেই মামাকে নিয়ে এবার নানা কথা জানালেন অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঋতবানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন পরমব্রত। তিনি লিখেছেন, “আমার মামা ঋতবান ঘটক। পরিচালক ঋত্বিক ঘটকের পুত্র। যে ঋত্বিক ঘটককে জিনিয়াস পরিচালক হিসেবেই সবাই চেনেন। তার পুত্র ঋতবানের দশ বছর ধরে মানসিক চিকিৎসা চলছে। 🐠রাজ্য সরকার ও আমাদের পরিবার যৌথভাবে ঋতবানের দেখভাল করে। প্রতিবছরই দুর্গাপুজো এবং বড়দিনে আমি দেখা করি মামার সঙ্গে।”
অভিনেতা আরও লে🅰খেন, “পুজোর মতো, এখনো বলতে চাই, চারপাশে আলো হোক।”
এদিকে পরমব্রতর পোস্ট𓂃 দেখে স্তম্ভিত অনেকেই। সেই সঙ্গে ঋত্বিক ঘটকের ছেলে ঋতবানের আরোগ্য ღকামনা করেছেন নেটিজেনরা।
সম্প্রতি গায়ক অনুপম রায়ের প্রাক্তন পিয়া চক্রবর্তীকে বিয়ে করে ন💫েটপাড়ার রোষের মুখে পড়েন পরমব্রত। তবে সেসব কটাক্ষকে পাত্তা না দিয়ে স্ত্রীর সঙ্গে সুখে সংসার করছেন এই অভিনেতা।