বাংলা কথাসাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন, 🌌সেই কিংবদন্তি হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। বেঁচে থাকলে ৭৬ বছর পূর্ণ হতো নন্দিত এই কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকারের।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগ🃏ল্পকার, নাট্যকꦜার ও গীতিকার।
সিনেমার ক্ষেত্রে গান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কথায় আছে, গান হিট তো সিনেমা হিট। সিনেমার ইতিহাসে উদাহরণও আছে প্রচুর। এই গুরুত্বপূর্ণ উপাদানটিও সিনেমায় ব্যবহারের ক্ষেত্রে হুমায়ূন আহমেদ যথেষ্ট সচেতনতা অবলম্বন করেছেন। দৃশ্যের প্রয়োজনে কখনো নিজে গান লিখেছেন। আবার কখনো রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, হাসন রাজার গানসহ অনেক লোকগানও ব্যবহার করেছেন। তার লেখা ‘যদি মন কাঁদে’, ‘একটা ছিল সোনার কন্যা’, ‘চাঁদনী পসরে কে আমায় স্মরণ করে’, ‘আমার আছে জল’, ‘বাজে বংশী’, ‘ও আমার উড়ালপঙ্খিরে’ বহুল শ্রুত ও জনপ্রিয় গান।
আজ তার জন্মদিনে শুনে নিতে পারিন তার কালজয়ী⭕ পাঁচ গান।
চাঁদনি পসরে কে আমারে স্মরণ করে
ছবি : চন্দ্রকথা (২০০৩), কণ্ঠ : সেলিম চৌধুরী
একটা ছিল সোনার কন্যা
ছবি : শ্রাবণ মেঘের দিন (১৯৯৯), কণ্ঠ : সুবীর নন্দী
ও আমার উড়াল পঙ্খিরে
ছবি: চন্দ্রকথা (২০০৩), কণ্ঠ : সুবীর নন্দী
আমার ভাঙা ঘরের ভাঙা চালা
ছবি : শ্রাবণ মেঘের দিন, কণ্ঠ : সাবিনা ইয়াসমীন
বরষার প্রথম দিনে
ছবি : দুই দুয়ারী (২০০০), কণ্ঠ : সাবিনা ইয়াসমীন
‘নক্ষত্রের রাত’, ‘উড়ে যায় বকপক্ষী’, ‘আগুনের পরশমণ♋ি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী, ‘চন্দ্রকথা, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’র মতো বহু জনপ্রিয় নাটক ও সিনেমা নির্মাণ করেন হুমায়ূন আহমেদ।
জনপ্রিয় গানগুলো ইউটিউবে পাওয়া যাবে।