• ঢাকা
  • বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ২২ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দুই মাসে ২০ কোটি দর্শক দেখলো ‘দুষ্টু কোকিল’ গান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ১১:৫৬ এএম
দুই মাসে ২০ কোটি দর্শক দেখলো ‘দুষ্টু কোকিল’ গান
‘দুষ্টু কোকিল’গানে শাকিব খান ও মিমি চক্রবর্তী। ছবি: ভিডিও থেকে

মাত্র দুই মাসে ২০ কোটি দর্শক দেখলো সুপারস্টার শাকিব খান ও কলকাতার মিমি চক্রবর্তীর ‘দুষ্টু কোকিল’ গান। রায়হান নাফী পরিচালিত এইটি তুফান সিনেমার গান। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি দেশে-বিদেশে ঝড় তোলে।  এর আগে ২৬ জুন অফিশিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে💟 মুক্তি পায় এই ছবির ‘দুষ্টু কোকিল’ গানটি।

মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড গড়েছে গানটি✤। মাত্র দুই মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর পর্যন🐎্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ১৩৮ মিলিয়নের ওপরে। এসভিএফ ইউটিউব চ্যানেলে ৬৭ মিলিয়নের ওপরে। অফিশিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ ২০৫ মিলিয়নের ওপরে; অর্থাৎ এই দর্শক ভিউ ২০ কোটি ৫০ লাখ পার হয়ে গেছে।

এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানে নতুন রেকর্ড। গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। 🅷এর গীতিকার ও সুরকারও আকাশ সেন।

‘দুষ্টু কোকিল’ গানটি দর্শকের এত পছন্দ হওয়াতে শিল্পী কনা খুশি। বলেন, ‘নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। আমাদের সংগীতাঙ্গন অনেক দিন থেকেই ভালো নেই। আগের মতো ভালো, জনপ্রিয় গানের জোয়ার নেই। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার। কারণ, গানটি প্রায় এক বছর আগে তৈরি করা ছিল। সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগে আগে পরিচালক রায়হান রাফী গানটি শুনে পছন🌱্দ করেন। পরে দর্শক লুফে নেন।’

এই আনন্দের মধ্যে মন ভালো নেই কনার। তিনি বলেন, ‘সময়টা ভালো নয়। এক মাসের সময় বেশি ছাত্র-জনতার আন্দোলন হয়েছে। বহু মানুষ মারা গেছেন। ভাবলে খুব কষ্ট লাগে, মর্মাহত হই।
এর পরপরই দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা। বাড়িঘর, জায়গাজমি, গবাদিপশু হারিয়ে দিশাহারা মানুষ।💦 এসব কারণ🌜ে গানবাজনায়ও মন দিতে পারছি না। বলতে পারেন, এমন আনন্দের খবরে বিষাদ কাজ করছে নিজের মধ্যে। দোয়া করছে দেশ ও  দেশের সব মানুষ ভালো থাকে।’

‘দুষ্টু কোকিল’ গানটির সাফল্যে আকাশ সেন বলেন, ‘বিষয়টি ভালো লাগছে। এত অল্প সময়ে সিনﷺেমার গানে বড় অর্জন। সিনেমার আইটেম গান বলতে যা বোঝায়, তেমনটি নয় গানটি। এটি একটি সর্বসাধারণ𓆏ের গান ছিল। সুন্দর একটি মেলোডির গান এটি।’

তুফান সিনেমায় শাকিব খান, মিমি চক্র🌌বর্তী ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর ও নাবিলসহ অনেকে।

Link copied!