• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


১৫ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৯:২৩ পিএম
১৫ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার শি🔯ক্ষক নিয়োগের লক্ষ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনটিআরসিএর ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা 🃏হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি 🃏এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন নিশ্চিত করেছেন।

এ বি এম শওকত ইকবাল জানান, ১৫ হাজার ১৬৩ পদে নিয়োগ দিতে বিশেষ গণবিඣজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামীকাল সোমবার বিষয় ও পদভিত্তিক তালিকা এনটিআরসিএ ও টেলিটক বাংলꦡাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শওকত ইকবাল আরও জানান, ১৫ হাজার ১৬৩টি পদের মধ্যে ১২ হাজার ৮০৭টি এমপিও পদ। ২ হাজার🍨 ৩৫৬টি নন- এমপিও পদ।

এদিকে করোনাকালের কঠিন পরিস্থিতিতে ৩৪ হাজারের বেশি শিক্ষকের হাতে💧 নিয়োগপত্র তুলে দেয়ার দুই সপ্তাহের মধ্যেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে থেকে আবেদন শুরু হবে, যা চলবে 🀅২২ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রার্থী ⛄নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন, তারা ২৫ ফেব্রুয়ারি রাত ১২ﷺটার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন।

যেসব পদে নিয়োগ দেয়া হবে, তার মধ𒈔্যে ১২ হাজার ৮০৭ টি এমপিওভুক্ত শূন্যপদ। ননএমপিও পদ আছ ২ হাজার ৩৫৬টি।

এছাড়া আবেদনের যোগ্যতায় বলা হয়, আবেদনকারীকে এনটিআরসিএ কর𒅌্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভূক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীর ಌশিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২০ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভ🐈াগের রায় অনুযায়ী আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন (প্রথম থেকে ত্রয়োদশ) তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য।

যেসব পদে নারী কোটা থাকবে সেখানে কেবল নারী প্রার্থীরা আবেদন করবে এবং ধর্মের শিক্ষ🅘ক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সে ধর্মের অনুসারী হতে হবে।

জানা যায়, //ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়✅েবসাইটের মাধ্য🎀মে আবেদন গ্রহণ করা হবে। আবেদনের ফি ১০০ টাকা।

আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২০ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন 𒀰পরীক্ষায় উত্ত𒁃ীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন (প্রথম থেকে ত্রয়োদশ) তাদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য।

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২১ 🌳সালের ৩০ মার্চ। এ গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী হওয়ায় এবং নারী কো♋টা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ১৬৩টি পদ ফাঁকা রয়ে যায়।

গত ২০ জানুয়ারি রাতে সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৪ হাজার ৭৩টি পদে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শি🥂ক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরꦇসিএ।

এসব প্রার♑্থীর পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থাতেই তাদের নিয়োগ দেয়া হয়। ভেরিফিকেশন রিপোর্টে নেতিবাচক কিছু পাওয়া গেলে𝔍 তাদের নিয়োগ বাতিল করা হবে।

এনটিআরসিএর প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের গত ৩১ জানুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনু🌱ষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কয়েকজন শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৪ হাজার ৭৩টি পদের মধ্যে এ♔মপিও পদ রয়েছে ৩০ হাজার ৯০৪টি। আর নন-এমপিও পদ রয়েছে ৩ হাজার ১৬৯টি।

৩৪ হ🌜াজার ৭৩ শিক্ষকের মধ্যে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন ৬ হাজার ৫০১ জন। এ ছাড়া সহকারী শিক্ষক পদে ২৪ হাজার ৪১৮, সহকারী মৌলভি পদে ১ হাজার ৫২৮, ইবতেদায়ি মৌলভি পদে ৩৫৫, ট্রেড ইনস্ট্রাকটর পদে ৩৮৯, ইনস্ট্রাক্টর পদে ১০০, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৬, প্রদর্শক পদে ১৯৪, ইবতেদায়ি কারি পদে ৯৩ ও ইবতেদায়ি শিক্ষক পদে ৪৮৯♓ জন নিয়োগের সুপারিশ পেয়েছেন।

Link copied!