• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ের আসরে ম্যাজিস্ট্রেটকে ফাঁকি দিতে বধূ সাজলেন ভাবি


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ০২:১২ পিএম
বিয়ের আসরে ম্যাজিস্ট্রেটকে ফাঁকি দিতে বধূ সাজলেন ভাবি

দিনাজপুরের বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার অভিযোগে এক কাজীকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বরকে দুই হাজার টাকা জরিমানা ক꧟রা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টায় বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ন꧑্যাটাশন গ্রামে এ ঘটনা ঘটে।

বিরামপু🅺র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নি𝐆র্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার এই অভিযান পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রপ্ত কাজী হলেন চেংমারী গ্রামের হুমাউন রেজার ছেলে রেহান রেজা (৪৭)। বর নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দা📖র আলীর ছেলে রুবেল ইসলাম (২২)।

ইউএনও পরিমল কুমার বলেন, “স্থানীয়ভাবে আমি খবর পাই যে ন্যাটাশন গ্রামে শরিফের কন্যা ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী বৃষ্টি আক্তারের বাল্যবিবাহ অনুষ্ঠিত হচ্ছে। তাৎক্ষণিক পুলিশ সঙ্গে নি🌞য়ে সেখানে অভিযান চালাই। কিন্তু অভিযানের খবর পেয়ে বিয়ে বাড়ির সবাই পালিয়ে যায়।’

ইউএনও আরও বলেন, “আমাদের বোকা বানাতে নাবালিকা মেয়েকে সরিয়ে তার ভাবি বউ সেজে বসে ছিলেন। পরে আমরা সেখানে কাজীকে ছয় মাসের কারাদণ্ড ও বরের দুই হাজার 📖টাকা জরিমানা করি। একই সঙ্গে কনের বাবার কাছ থেকে ভবিষ্যতে নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বলে মুচলেকা নেওয়া হয়।”

দণ্ডপ্রাপ⛎্ত কাজিক🎃ে তাৎক্ষণিক পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Link copied!